সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। বুধবার লাহোরের বেদিয়ান রোড এলাকায় ফিদায়েঁ বিস্ফোরণে মৃত্যু হল চার পাক সেনা ও দুই আম নাগরিক। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ জানিয়েছে, এদিনের বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৮ জন।
সংবাদ সংস্থা এএনআই পাঞ্জাব প্রদেশের সরকারি মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ফিদায়েঁ হামলার লক্ষ্য ছিল সরকারি কর্মীরা। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এদিনের বিস্ফোরণে মৃতদের আত্মার শান্তির কামনা করেছেন।
Security officials gather near the site of the #LahoreBlast, April 5, 2017. Photo by Mohsin Raza | Related story: https://t.co/kw5euhM3oC pic.twitter.com/SGraEHBGsG
— Reuters Pakistan (@ReutersPakistan) April 5, 2017
বুধবার সকালে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহরে ফিদায়েঁ বিস্ফোরণের দায়স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান। পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, জনগণনা করছিলেন যে সরকারি কর্মীরা, তাঁদের লক্ষ্য করেই হামলা করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.