Advertisement
Advertisement

আফগান গোয়েন্দা দপ্তরে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত অন্তত ১০ 

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷

Suicide blast hits NDS forces in Afghanistan;s capital Kabul
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2018 11:59 am
  • Updated:July 26, 2018 11:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল৷ বৃহস্পতিবার ভোরে ঘটা বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের৷ আহত বহু৷ আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷

আফগান সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজধানীর বাগ-ই-দাউদ এলাকায় বিস্ফোরণটি ঘটে৷ আফগান গোয়েন্দা সংস্থা ‘এনডিএস’-এর অফিসকে নিশানা করে জঙ্গিরা৷ ঘটনায় নিহতদের অধিকাংশই নিরাপত্তারক্ষী৷ কাবুল পুলিশবাহিনীর প্রধান হাশমত স্তানেকজাই জানিয়েছেন, গোয়েন্দা দপ্তরের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি৷ এখনও পর্যন্ত দশটি দেহ উদ্ধার করা হয়েছে৷ তবে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাওয়া দেহগুলি শনাক্ত করতে সময় লাগবে৷ সমস্ত এলাকা ঘিরে ফেলে চলছে সেনাবাহিনী৷ এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড৷ সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আফগান সেনাবাহিনী৷ জঙ্গিদের উদ্দেশ্য ছিল গোয়েন্দা বিভাগের শীর্ষকর্তাদের খতম করা৷ তবে সতর্ক রক্ষীদের জন্য আপাতত সেই চেষ্টা বানচাল হয়েছে৷    

 

এই হামলার দায় স্বীকার করেছে তালিবান৷ গত রবিবারই কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ ওই হামলায় প্রাণ হারান ১৬ জন নিরীহ মানুষ৷ উল্লেখ্য, বুধবার পাকিস্তানের বালোচিস্তানে ভোটগ্রহণ কেন্দ্রে ঘটা এক বিস্ফরণে নিহত হন ২৫ জন মানুষ৷ ওই হামলার দায় নিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট৷ যদিও নেপথ্যে পাকিস্তান তালিবানের হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে৷ আফগানিস্তানে আইএস, তালিবান ও আল কায়দার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এনডিএস-এর৷ তাদের দেওয়া খবরের ভিত্তিতে নিকেশ হয়েছে বহু জঙ্গি৷ ফলে আগেও হামলার মুখে পড়েছে গোয়েন্দা সংস্থাটি৷               

[পাক রাজনীতিতে নবজন্ম ইমরানের, সংখ্যাগরিষ্ঠতার পথে পিটিআই]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement