Advertisement
Advertisement

অধ্যাপককে খুন করে আত্মঘাতী ছাত্র!

পুলিশ সূত্রে খবর, অধ্যাপককে গুলি করে হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র৷

Student kills professor, commits suicide in shooting at UCLA campus
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2016 1:01 pm
  • Updated:June 2, 2016 1:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলল গুলি৷ এবারে স্থান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলস ক্যাম্পাস৷ ঘটনায় দুই জনের মৃত্যুর খবর মিলেছে৷ পুলিশ সূত্রে খবর, অধ্যাপককে গুলি করে হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র৷

ঘটনাটি ঘটে বুধবার সকাল ১০টা নাগাদ৷ হঠাৎ পরপর তিনবার গুলির শব্দ শুনতে পান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রছাত্রীরা৷ ছুটে গিয়ে দেখতে পান ক্যাম্পাসের অফিস চত্বরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন দুজনে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা বিশ্ববিদ্যালয় চত্বর৷

Advertisement

নিহত অধ্যাপকের নাম উইলিয়াম স্কট ক্লাগ৷ বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ও এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়াতেন তিনি৷ আত্মঘাতী ছাত্রের নাম এখনও জানা যায়নি৷ ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে৷ সেদিনের মত বন্ধ করে দেওয়া হয় পড়াশোনা৷ অবশ্য বৃহস্পতিবার নিয়ম মতই সব ক্লাস হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তবে, কী কারণে এই খুন ও আত্মহত্যা তা নিয়ে এখনও ধন্দে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement