সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন মাত্রা পেল ইন্দো-মার্কিন কুটনৈতিক সম্পর্ক৷ ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার পক্ষে বরাবরই জোর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের সৃষ্টি করে এবার ভারতকে ‘মেজর ডিফেন্স পার্টনার’ বা প্রধান সামরিক সহযোগীর তকমা দিল মার্কিন যুক্তরাষ্ট্র৷ এর ফলে খুব সহজেই আমেরিকা থেকে অত্যাধুনিক অস্ত্র ও সামরিক প্রযুক্তি আমদানি করতে পারবে ভারত৷
ভারতকে নিয়ে কৌশলগত ও সামরিক সম্পর্কে জোর দিয়ে বেশ কিছু রপ্তানি সংক্রান্ত আইন সংশোধন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এই সংশোধনের ফলে, আমেরিকা থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ও অস্ত্র আমদানি করতে পারবে ভারতীয় সংস্থাগুলি৷ আমেরিকার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট মুকেশ আঘি৷
এশিয়া মহাদেশে চিনের প্রভাব ঠেকাতে ভারতকেই বেছে নিয়েছেন ট্রাম্প৷ ভারতকে প্রধান সামরিক সহযোগীর তকমা দিয়ে কার্যত চিনকে চাপে ফেলতেই এই পন্থা অবলম্বন হোয়াইট হাউসের৷ দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের বিতর্কিত নির্মাণের অশনিসংকেত দেখছে ভারত ও আমেরিকা৷ তাই লালফৌজকে রুখতে এবার সহযোগিতা বাড়াচ্ছে ওয়াশিংটন ও দিল্লি৷
প্রসঙ্গত, চিনের সঙ্গে পাকিস্তানের দহরম-মহরমে ও সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতার জন্য পাকিস্তানের উপর প্রচণ্ড ক্ষুব্ধ ট্রাম্প৷ গদর বন্দরে চিনের নৌসেনার উপস্থিতিও উদ্বেগে ফেলেছে পেন্টাগনকে৷ তাই স্বাভাবিকভাবে ভারতকে পাশে চাইছে আমেরিকা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.