Advertisement
Advertisement
Europe

ভয়াবহ ঘূর্ণিঝড় ইউনিসে বিধ্বস্ত ব্রিটেন, মৃত অন্তত ৯, বিপর্যস্ত ট্রেন পরিষেবা

ঘণ্টায় ১৯৫ কিমি বেগে বইছে ঝড়।

Storm Eunice affect millions in Northeastern Europe, at least 9 dead | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 19, 2022 10:37 am
  • Updated:February 19, 2022 10:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ব্রিটেন। প্রবল ঝড়ের প্রভাবে শুক্রবার প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। চূড়ান্ত ক্ষতিগ্রস্ত জনজীবন। হাজার, হাজার মানুষ বাড়িছাড়া হয়ে পড়েছেন। উড়ে গিয়েছে একের পর এক বাড়ির ছাদ। রেললাইনের উপর উপড়ে পড়ে রয়েছে শয়ে শয়ে গাছ। যার জেরে লন্ডনে বন্ধ হয়েছে রেল পরিষেবাও।

UK

Advertisement

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর-পশ্চিম ইউরোপের (Europe) দেশগুলি। আবহবিদরা জানাচ্ছেন, সাম্প্রতিক কালে এমন ভয়ংকর ঝড় ইংল্যান্ডে এই প্রথম। ইউনিস ঝড়টি (Storm Eunice) শুক্রবারই পশ্চিম ইংল্যান্ড উপকূলে জোর ধাক্কা দিয়ে কর্নওয়ালে আছড়ে পড়ে। প্রবল ঢেউয়ে ভেসে যায় উপকূল এলাকার বিস্তীর্ণ অঞ্চল। ঘণ্টায় ১৯৫ কিমি বেগে বইছে ঝড়। প্রবল হাওয়ার দাপটে ভাঙছে গাড়ি, বাড়ি। ঝড়ের বেগে লন্ডনের ও-টু অ্যারিনা স্টেডিয়ামের ছাদ উড়ে গিয়েছে। ইংল্যান্ডে এখনও পর্যন্ত তিনজনের প্রাণহানি ঘটেছে।

[আরও পড়ুন: ‘ইউক্রেনে হামলা চালাবেই রাশিয়া’, বাইডেনের আশঙ্কার মাঝেই পরমাণু যুদ্ধের মহড়া শুরু মস্কোর]

storm

বেলজিয়াম, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসেও মারাত্মক প্রভাব পড়েছে এই ঝড়ের। ক্ষতির মুখে বহু বাড়ি ও জনজীবন। নেদারল্যান্ডসের আমস্টার্ডামের কাছে গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে তিনজনের বলে জানিয়েছে পুলিশ। উত্তর গ্রনিনজেন এলাকায় প্রাণ হারিয়েছেন চারজন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে, লিভারপুল, কর্নওয়াল, আয়ারল্যান্ডের বিভিন্ন জায়গায় ঝড়ের তাণ্ডবে রাস্তায় পড়ে যাচ্ছেন পথচারীরা। উড়ে যাচ্ছে গাড়িও। লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ডের বেশ কিছু এলাকায় নেই বিদ্যুৎ পরিষেবা। লন্ডনের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলিতে সব মিলিয়ে দু’লক্ষ মানুষ আটকে পড়েছেন বলে খবর। তবে স্থানীয়দের নিরাপদ স্থানে স্থানান্তরিত করে জরুরি পরিষেবাগুলি সচল রাখার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

[আরও পড়ুন: দেশের দৈনিক করোনা সংক্রমণ ২২ হাজারের নিচে, একাধিক রাজ্যে আরও শিথিল কোভিডবিধি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement