Advertisement
Advertisement
china

‘বেজিংয়ের প্রতিবেশীদের মনে অবিশ্বাসের বীজ বুনবেন না’, পম্পেওকে কড়া বার্তা চিনের

দক্ষিণ এশিয়ায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দিন, বার্তা চিনের।

Bengali news: Stop Sowing Discord, China On Mike Pompeo's Visit To India, South Asia | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 27, 2020 6:26 pm
  • Updated:October 27, 2020 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওর ভারত-সহ দক্ষিণ এশিয়া সফর নিয়ে কড়া মনোভাব প্রকাশ করল চিন। পম্পেওর উদ্দেশ্যে চিনের বার্তা, বেজিং ও প্রতিবেশী দেশগুলির মধ্যে অবিশ্বাসের বীজ বোনা বন্ধ করুন। দক্ষিণ এশিয়ায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দিন।

ভারত সফরে এসে চিনকে তুলোধোনা করেছেন পম্পেও। এমনিতেই একাধিক ইস্যুতে চিনের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে আছে আমেরিকা। চিনও ট্রাম্প প্রশাসনের উপর ক্ষিপ্ত। এমন পরিস্থিতিতে এই সফর আগুনে আরও ঘি ঢালল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।  এ প্রসঙ্গে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেন, “এটা নতুন কিছু নয়। ভিত্তিহীন অভিযোগ করে ঠাণ্ডা লড়াইয়ের মতো পরিস্থিতি তৈরি করছে ওরা (আমেরিকা)। আমরা বারবার বলেছি, এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসুন। চিন ও তার প্রতিবেশীদের মধ্যে অবিশ্বাসের বীজ বুনবেন না।” লাদাখে ভারত-চিনের উত্তেজনার মাঝে মার্কিন বিদেশ সচিবের এই সফর যে বেজিং ভাল চোখে দেখছে না, তা স্পষ্ট হয়ে গেল।

Advertisement

[আরও পড়ুন : সার্বভৌমত্ব রক্ষায় ভারতের পাশে আমেরিকা, গালওয়ান নিয়ে সাফ বার্তা পম্পেওর‘]

গতকালই ভারতে এসেছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও (Michael Pompeo) এবং প্রতিরক্ষা সচিব মার্ক এসপার (Mark Esper)। মঙ্গলবার তাঁরা ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে ২+২ বৈঠকে অংশ নেন। সেখানেই স্বাক্ষরিত হয় ঐতিহাসিক Basic Exchange and Cooperation Agreement for Geo-Spatial Cooperation (BECA) চুক্তি। এটি স্বাক্ষরিত হওয়ার ফলে, ভারতীয় ও মার্কিন ফৌজের মধ্যে তথ্য আদানপ্রদান আরও মজবুত হবে। আবার এই বৈঠকের পরে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে পাশে থাকার বার্তাও দিয়েছেন পম্পেও। ঘুরিয়ে চিনা আগ্রাসনের বিরুদ্ধে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। ভারত সফর শেষে শ্রীলঙ্কা ও মলদ্বীপও যাবেন তিনি। উল্লেখ্য, দু’টি দেশের উপরই চিনের প্রভাব রয়েছে।

[আরও পড়ুন : সরাসরি মার্কিন স্যাটেলাইট থেকে ছবি পাবে ভারত! প্রতিরক্ষা ক্ষেত্রে ঐতিহাসিক চুক্তি দু’দেশের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement