সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও বিষয়ে চটজলদি তথ্য চাইলে উইকিপিডিয়ার জুড়ি নেই। ইন্টারনেটের ‘এনসাইক্লোপিডিয়া’ নাকি চালাচ্ছে অতি বাম সংগঠন! এমনই দাবি এলন মাস্কের। সেই সঙ্গেই টেসলা কর্তা ধনকুবেরের আর্জি, কেউ যেন অনুদান না দেন ওই সংস্থাকে। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘উইকিপিডিয়া নিয়ন্ত্রণ করছে অতি বাম শক্তি। লোকেদের উচিত অনুদান বন্ধ করা।’
সেই সঙ্গেই তিনি একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে মার্কিন সংবাদ সংক্রান্ত ওয়েবসাইট ‘পাইরেট ওয়্যারস’-এ প্রকাশিত এক রিপোর্টের কথা উল্লিখিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ইজরায়েলকে কাঠগড়ায় তুলে কট্টরপন্থী ইসলামিক গ্রুপকে সমর্থন করতে ৪০ জন উইকিপিডিয়ার সম্পাদক প্রচার চালাচ্ছেন।
Wikipedia is controlled by far-left activists.
People should stop donating to them. https://t.co/Cjq2diadFY
— Elon Musk (@elonmusk) October 25, 2024
প্রসঙ্গত, মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার চালাতে দেখা গিয়েছে মাস্ককে। পেনসিলভ্যানিয়ার বাটলারে এক সভায় ডোনাল্ড ট্রাম্পের পাশে দেখা গিয়েছিল এলন মাস্ককে। সেখানে বাইডেনকে বিঁধে বর্ষীয়ান রিপাবলিকান নেতারই জয়ধ্বনি দেন তিনি। দাবি করেন, আমেরিকার গণতন্ত্রকে রক্ষা করতেই ট্রাম্পকে জেতানো জরুরি। সকলকে সতর্ক করে বলেন, এবার ট্রাম্প না জিতলে এটা হবে আমেরিকার শেষ নির্বাচন। সাত মিনিটের ভাষণ শেষে তিনি স্লোগান দেন, ”ফাইট ফাইট ফাইট! ভোট ভোট ভোট!” এবার ভোটের ঠিক আগেই উইকিপিডিয়ার বিরুদ্ধে সোচ্চার হয়ে অতি বামকে একহাত নিলেন তিনি।
উল্লেখ্য, ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় গাজার জঙ্গি গোষ্ঠী হামাস। ‘পাইরেট ওয়্যারস’ জানিয়েছেন, উইকিপিডিয়ার এক সম্পাদক ১৯৮৮ সালের আগস্টে ‘হামাসের হামলার সনদ’ বাদ দিয়ে দেন হামলার সপ্তাহ ছয়েকের মধ্যেই। সেই সনদে ইহুদিদের হত্যা এবং ইজরায়েলকে ধ্বংস করার আহ্বান জানানো হয়েছিল। একই ভাবে ইসলামিক রিপাবলিক পার্টির বিরুদ্ধে ওঠা অসংখ্য মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সংক্রান্ত প্রবন্ধকে সরিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। এই সব অভিযোগই রয়েছে ওই রিপোর্টে। যাকে ‘হাতিয়ার’ করে তোপ দাগলেন মাস্ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.