সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাইভ অনুষ্ঠান। ডিজের মিউজিকে মাতোয়ারা দর্শকরা। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চের একাংশ। মঞ্চের নিচে চাপা পড়ে মৃত্যু ডিজের। আহত হলেন তিন। মর্মান্তিক সেই দুর্ঘটনার ভিডিওবন্দি করেছেন প্রত্যক্ষদর্শীরাই।
[বিশ্বের দীর্ঘতম পোশাক হিসেবে গিনেস বুকে নাম তুলল এই গাউন]
ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহরে এখন চলছে ব্রাজিল অ্যাটমোস্পিয়ার ফেস্টিভ্যাল। রবিবার একটি লাইভ কনসার্টের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। হাজার পাঁচেক দর্শকের সামনে খোলা মঞ্চে পারফর্ম করছিলেন ডিজে কেলাব ফ্রেইতাস। কিন্তু, আচমকাই ঘটল বিপর্যয়! ভিডিওয় দেখা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন মঞ্চের উপরের অংশটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চাপা পড়ে যান ডিজে-সহ অন্যান্য শিল্পীরা। তড়িঘড়ি শিল্পীদের মঞ্চ থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণ পরেই মারা যান ডিজে কেলাব ফ্রেইতাস। হাসপাতাল সূত্রে খবর, মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। গুরুতর আহত আরও তিনজনের চিকিৎসা চলছে হাসপাতালে।
[বিশ্বজুড়ে সাইবার হামলা, মূল চক্রীর পর্দা ফাঁস করল আমেরিকা!]
কিন্তু, কীভাবে ঘটল এই দুর্ঘটনা? উদ্যোক্তারা জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন আবহাওয়া খারাপ হতে শুরু করেছিল। তুমুল ঝড় ওঠে। ঝড়ে মঞ্চের উপরি অংশটি ভেঙে পড়ে। সূত্রের খবর, রবিবার যে দক্ষিণ ব্রাজিলের পোর্তা আলেগ্রে শহরে ঝড় উঠতে পারে, তা আগাম পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। কিন্তু, খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকা সত্ত্বেও উদ্যোক্তারা খোলা মঞ্চে মিউজিক কনর্সাটের আয়োজন করেছিলেন বলে অভিযোগ। আর তাতেই ঘটল বিপর্যয়!
দেখুন ভিডিও:
[সু কি’র নির্দেশেই রাখাইনে ৩৫৪টি গ্রাম পুড়িয়েছে সেনা, অনুমান রাষ্ট্রসংঘের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.