Advertisement
Advertisement

Breaking News

বহু মৃত্যুর সাক্ষী হয়ে মূর্তমান এই লাইটহাউস

আজও রাতের বেলায় লাইটহাউসের কাছাকাছি মানুষ যায় না৷

St Augustine Lighthouse – Florida, USA
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 19, 2016 9:45 pm
  • Updated:August 19, 2016 9:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসের বহু সাক্ষী বয়ে নিয়ে নিয়ে চলে পুরনো প্রাসাদ, দুর্গ এবং লাইটহাউসগুলি৷ বহু যুদ্ধ, বহু রক্ত এবং মৃত্যুর সাক্ষী হয় এই ঐতিহাসিক প্রাসাদ, দূর্গ এবং লাইটহাউসগুলি৷

এমনই একটি লাইটহাউস হল ফ্লোরিডার সেন্ট অগাস্টিন লাইটহাউস৷ ভৌতিক কাণ্ড কারখানার জন্য বেশ পরিচিত এই লাইটহাউস৷ শোনা যায়, এই লাইটহাউসের সিড়িতে নাকি মাঝেমধ্যেই দু’জন মহিলার অবয়ব দেখতে পাওয়া যায়৷ শুধু তাই নয়, মাঝেমধ্যে লাইটহাউসের সামনে সাদা পোশাকে ঘুরেফিরে বেড়ায় সাদা পোশাকের মহিলারা৷ শোনা যায় তাঁরা নাকি হেজেকিয়া পিট নামক এক ব্যক্তির দুই মেয়ে৷ হেজেকিয়া এই লাইটহাউস তৈরির কাজে নিযুক্ত ছিলেন বলে জানা যায়৷ আর তাঁর দুই মেয়ের আত্মাই নাকি এখনও ঘুরে বেড়ায় এই লাইটহাউসে৷ কিন্তু কেন এই অশরীরীর দেখা মেলে এই লাইটহাউসে, তাঁদের অপমৃত্যু হয়েছিল কিনা, সেসব তথ্য এখনও মানুষের অজানা৷

Advertisement

এতেই শেষ নয়, শোনা যায়, সিভিল ওয়ারের এক সেনা এবং লাইটহাউসের কর্মী উইলিয়াম এ হার্নকেও এখনও দেখা যায় এই লাইটহাউসের সামনে৷ তাঁরা আজও রাতে আতঙ্কের সৃষ্টি করে মানুষের মধ্যে৷ আজও রাতের বেলায় লাইটহাউসের কাছাকাছি মানুষ যায় না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement