Advertisement
Advertisement

Breaking News

Sri Lanka

আর্থিক সংকটে শ্রীলঙ্কা, সস্তায় তেল কিনতে রাশিয়ার পথে দ্বীপরাষ্ট্রের দুই মন্ত্রী

ইতিমধ্যেই শ্রীলঙ্কার অবস্থা খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছে মার্কিন প্রতিনিধি দল।

Sri Lanka to buy Russian oil, sends two ministers | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 27, 2022 4:52 pm
  • Updated:June 27, 2022 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে জ্বালানির ভাণ্ডার বাড়ন্ত। এমন অবস্থায় রাশিয়া থেকে কম দামে তেল (Russian Crude Oil) কিনে অবস্থা সামাল দিতে চেষ্টা করছে শ্রীলঙ্কা। ভ্লাদিমির পুতিনের দেশের সঙ্গে তেল কেনার বিষয়ে আলোচনা করতে রাশিয়া (Russia) রওনা দিয়েছেন শ্রীলঙ্কার দুই মন্ত্রী। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের আবহে রুশ তেলের দাম অনেকটাই কমেছে। সেই কারণেই সস্তায় তেল কিনতে তৎপর দ্বীপরাষ্ট্র।

ঋণের বোঝায় জর্জরিত শ্রীলঙ্কা। বিদেশি মুদ্রাও শেষ হয়ে গিয়েছে তাদের। তাই অন্য দেশ থেকে জ্বালানি কিনতে পারছে না দ্বীপরাষ্ট্র। যুদ্ধের (Russia-Ukraine War) আবহে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। এদিকে জ্বালানি না থাকার ফলে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। পেট্রল কিনতে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। সব মিলিয়ে দেশের অভ্যন্তরীণ অবস্থা ভয়াবহ। শ্রীলঙ্কার (Sri Lanka Crisis) বিদ্যুৎ মন্ত্রী কাঞ্চনা বিজেসেকারা জানিয়েছেন, দু’জন মন্ত্রী রাশিয়ায় যাচ্ছেন। তেল কেনা নিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: ফের আমেরিকায় রহস্যমৃত্যু ভারতীয় বংশোদ্ভূতের, গাড়ি থেকে উদ্ধার গুলিবিদ্ধ দেহ]

কিছুদিন আগেই আর্থিক সমস্যা মোকাবিলা করতে নানা দেশের সাহায্য চেয়েছিল শ্রীলঙ্কা। ভারত, চিন ও জাপানের থেকে সাহায্য চেয়ে একসঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিল দ্বীপরাষ্ট্র। উল্লেখ্য, মার্কিন প্রতিনিধি দলও শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে অবস্থা খতিয়ে দেখতে। এমন অবস্থায় রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়তে চাইছে দ্বীপরাষ্ট্র। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের মতোই নিরপেক্ষ অবস্থান নিয়েছিল শ্রীলঙ্কা। কাজেই রাশিয়া থেকে তেল আমদানি করতে বাধা নেই তাদের।

কাঞ্চনা জানিয়েছেন, ইতিমধ্যেই রাশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত তেল কেনা প্রসঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন। বিদ্যুৎমন্ত্রীর মতে, সরাসরিভাবে রাশিয়ার থেকে তেল কিনলেই সুবিধা হবে। সেই সঙ্গে দেশের মানুষকে বিক্ষোভ কর্মসূচি থেকে সরে আসতে অনুরোধ করেছেন তিনি। আরও জানিয়েছেন, সাধারণ মানুষ যেন পেট্রল পাম্পে ভিড় না করেন। কারণ তাঁদের প্রয়োজন মতো জ্বালানির জোগান দেওয়া যাচ্ছে না। 

[আরও পড়ুন: গুলিতে ঝাঁজরা অন্তত ৬ পুলিশ অফিসার, মেক্সিকোয় চরমে বন্দুকবাজদের দৌরাত্ম্য

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement