সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে শ্রীলঙ্কায় (Sri Lanka) জনসমক্ষে বোরখা, নিকাব-সহ যে কোনও ধরনের মুখাবরণের উপরে নিষেধাজ্ঞা জারি করল সরকার। তবে করোনা আবহে মাস্ক পরায় কোনও নিষেধ নেই।
আপাতত, এই নিষেধাজ্ঞাকে আইন করার জন্য শ্রীলঙ্কার পার্লামেন্টে সেটিকে পাশ করতে হবে। এদিকে, এই নিষেধাজ্ঞার বিরোদ্ধে সরব হয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কায় পাকিস্তানের রাষ্ট্রদূত সাদ খট্টক এই সিদ্ধান্তের নিন্দা করে বলেছেন, “এটা বৈষম্যের রাজনীতি।” এছাড়া প্রশ্ন উঠছে, জঙ্গি শনাক্ত করার জন্য কোনও সম্প্রদায়ের ব্যবহারিক রীতিকে এভাবে আঘাত করা কতটা যুক্তিপূর্ণ? প্রশ্ন আরও, বোরখা নিষিদ্ধ করেই কি জঙ্গিদমন সম্ভব? এর আগে ফ্রান্স, বেলজিয়াম-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে মহিলাদের বোরখা পরা নিষিদ্ধ করা হয়েছিল৷ কিন্তু সেই সিদ্ধান্তের পিছনে এরকম কোনও কারণ ছিল না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.