Advertisement
Advertisement

বাইবেল পোড়াল অশরীরী!

শুনেছিলাম ভূতের ভয়ে পেলে নাকি ঠাকুরের নাম করতে হয়৷ তবে নাকি ভূত ভয় পায়! কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসার পর সন্দেহ হচ্ছে আদৌ ভূত ভগবানকে ভয় পায় কিনা৷

Spooky video shows ghost moving pages of Bible
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 14, 2016 9:07 pm
  • Updated:June 11, 2018 3:22 pm  

শুনেছিলাম ভূতের ভয়ে পেলে নাকি ঠাকুরের নাম করতে হয়৷ তবে নাকি ভূত ভয় পায়! কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসার পর সন্দেহ হচ্ছে আদৌ ভূত ভগবানকে ভয় পায় কিনা৷ কারণ সদ্য এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে এক অশরীরী পবিত্র বাইবেলের পাতা উল্টোচ্ছে এবং মাঝেমধ্যেই বাইবেলের কিছু পৃষ্ঠা পুড়ে যাচ্ছে৷

এমন এক অদ্ভুত ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সর্বত্র৷ দেখা গিয়েছে নিজে থেকেই বাইবেলের পাতা উল্টে যাচ্ছে৷ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মাঝেমধ্যেই পবিত্র বাইবেলের কিছু পৃষ্ঠা পুড়ে যাচ্ছে৷ কেন এমন ঘটনা ঘটছে, তার কোনও ব্যাখ্যা পাননি প্যারানর্মাল বিশেষজ্ঞরা! যুক্তিগত ব্যাখ্যা হিসাবে হাওয়ায় পৃষ্ঠা উড়ে যাওয়ার তথ্যকে কোনওরকমে প্রমাণ করতে পারলেও বাইবেলে আগুন লেগে যাওয়ার ঘটনাটির কোনও ব্যাখ্যা পাচ্ছেন না বিশেষজ্ঞরা৷

Advertisement

শুধু পুড়ে যাওয়া বাইবেলের দৃশ্য এটুকু বুঝিয়ে দিয়েছে তথাকথিত ভূত বা অশরীরী ঈশ্বরকে ভয় পায় না!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement