Advertisement
Advertisement

Breaking News

চার্চ

দক্ষিণ আফ্রিকায় চার্চ ভেঙে মৃত কমপক্ষে ১৩

জখম হয়েছেন আরও ১৬ জন।

13 people were killed and 16 injured when a church in eastern South Africa
Published by: Soumya Mukherjee
  • Posted:April 19, 2019 5:53 pm
  • Updated:April 19, 2019 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একটি চার্চ ভেঙে মৃত্যু হল কমপক্ষে ১৩ জনের। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার পূর্ব প্রান্তে অবস্থিত কোয়াজুল-নাটাল উপকূলীয় এলাকার দিয়ানগুবো এলাকার একটি পেন্টেকোস্টাল চার্চে। এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ১৬ জন।

[আরও পড়ুন-‘বালাকোটে মরেনি কোনও সৈন্য বা নাগরিক’, সুষমার মন্তব্যে ভারতকে কটাক্ষ পাকিস্তানের]

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার ইস্টারের অনুষ্ঠান উপলক্ষে ওই চার্চে সংস্কারের কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে সেই কাজের পর চার্চের ভিতরে শুয়ে ঘুমোচ্ছিলেন কিছু শ্রমিক। পাশাপাশি কিছু মানুষ প্রার্থনার জন্য সেখানে উপস্থিত হন। কিছুক্ষণ পর প্রচণ্ড ঝড় ও বৃষ্টির ফলে ওই চার্চের একটি দেওয়াল আর ছাদ আচমকা ভেঙে পড়ে। এর জেরে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান ওখানে আশ্রয় নেওয়া মানুষরা। পরে উদ্ধারকারী দল গিয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যান। সেখানে ১৩জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

Advertisement

[আরও পড়ুন-মহাকাশে পা রাখল নেপাল, সফল উৎক্ষেপণ নেপালিস্যাট-১ উপগ্রহের]

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, ইস্টারের জন্য ওই চার্চে সংস্কারের কাজ চলছিল। বৃহস্পতিবার রাতে তা সমাপ্ত হওয়ার পর কিছু শ্রমিক একটি অংশে শুয়ে ঘুমোচ্ছিলেন। অন্যদিকে প্রার্থনায় ব্যস্ত ছিলেন স্থানীয় কিছু মানুষ। আচমকা প্রবল ঝড় ও বৃষ্টির ফলে চার্চের একটি দেওয়াল ও ছাদ ভেঙে এই দুর্ঘটনা ঘটে।

[আরও পড়ুন-জ্বলছে গির্জা, দেখা দিলেন যিশু! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি]

বিষয়টি জানাজানি হওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন বিপর্যয় মোকাবিলা দল ও স্থানীয় মন্ত্রী নোমুস ডুবে এনকিউব। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি জখমদের চিকিৎসাজনিত খরচও সরকার বহন করবে বলে জানিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement