Advertisement
Advertisement
Omicron

ওমিক্রন আতঙ্কের মাঝেই করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

ভ্যাকসিন নেওয়ার পরও আক্রান্ত তিনি।

South African President Cyril Ramaphosa Tests Positive For COVID-19 | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:December 13, 2021 8:39 am
  • Updated:December 13, 2021 12:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওমিক্রন (Omicron) আতঙ্কের মাঝেই করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরও তাঁর শরীরে হানা দিয়েছে মারণ ভাইরাসটি।

[আরও পড়ুন: ‘ওমিক্রন’ আতঙ্কের জের, কর্মীদের নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে Facebook-Google!]

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, শরীরে হালকা উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করান রামাফোসা। রবিবার তাঁর রিপোর্ট এলে জানা যায় তিনি পজিটিভ। তাঁরপরই নিভৃতবাসে চলে গিয়েছেন তিনি। চলছে চিকিৎসা। তাৎপর্যপূর্ণ ভাবে, করোনা ভ্যাকসিনের (Corona Vaccine) দুটো ডোজ নেওয়ার পরও তাঁর শরীরে হানা দিয়েছে মারণ ভাইরাসটি। একইসঙ্গে, দক্ষিণ আফ্রিকা থেকেই বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যদিও রামফোসার শরীরে এই ভ্যারিয়েন্টটি রয়েছে কি না তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, বর্তমানে কেপ টাউনে রয়েছেন দক্ষিণ প্রেসিডেন্ট রামাফোসা। তাঁর অনুপস্থিতিতে সমস্ত কাজকর্ম দেখছেন ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজা।

Advertisement

কয়েকদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ‘ওমিক্রন’। তবে আক্রান্তদের মধ্যে মৃত্যুর কোনও খবর এপর্যন্ত পাওয়া যায়নি। ভোলবদল করে আরও বিপজ্জনক হয়েছে করোনা ভাইরাস। বিশ্বে আতঙ্কের আরও একটি নাম হয়ে দাঁড়িয়েছে আণুবীক্ষণিক জীবটির নয়া রূপ ‘ওমিক্রন’ (Omicron)। সাউথ আফ্রিকায় এপর্যন্ত ৩০ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত।

সম্প্রতি আমেরিকা ও অস্ট্রেলিয়ায় হানা দিয়েছে ওমিক্রন। ভারতের একাধিক রাজ্যে মিলেছে ওমিক্রন আক্রান্তের খোঁজ। এর ফলে মহামারী আক্রান্ত অর্থনীতির সামলে উঠতে আরও সময় লাগতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এক সতর্কবার্তায় হু জানিয়েছে, ওমিক্রন কতটা সংক্রামক, কতটা ঘাতক এবং এর বিরুদ্ধে ওষুধ বা ভ্যাকসিন কতটা কার্যকর, এসব প্রশ্নের উত্তর পেতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে। তাই আপাতত সংক্রমণ রুখতে সমস্ত রকম পদক্ষেপ করা জরুরি।    

[আরও পড়ুন: ‘ওমিক্রন’ আতঙ্কের জের, কর্মীদের নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে Facebook-Google!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement