Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly

Sourav Ganguly: মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়বেন সৌরভ, মমতার ঢালাও প্রশংসা করে নিজেই দিলেন সুখবর

'সংবাদ প্রতিদিন'-কে সৌরভ জানান, এই নিয়ে তৃতীয় ইস্পাত কারখানা গড়তে চলেছেন তিনি।

Sourav Ganguly set to build Steel Plant in Midnapore | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 15, 2023 5:44 pm
  • Updated:September 15, 2023 10:51 pm  

কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী (মাদ্রিদ): ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান নিয়ে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। শিক্ষাক্ষেত্রেও বাংলার উন্নতিসাধনে বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি। এবার রাজ্যের শিল্প উন্নয়নেও অগ্রণী ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। শীঘ্রই মেদিনীপুর ইস্পাত কারখানা গড়ার কথা জানালেন তিনি।

শিল্প সফরে বর্তমানে মাদ্রিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে রয়েছেন সৌরভ। বৃহস্পতিবার লা লিগার কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তাঁরা। বাংলায় ফুটবল অ্যাকাডেমি খোলার কথা জানায় লা লিগা কর্তৃপক্ষ। আর শুক্রবার শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে সৌরভ জানান, শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, রাজ্য সরকার বাংলার সার্বিক উন্নতি কল্পে সদাসচেষ্ট। আর তারই অংশ হতে পেরে তিনি আপ্লুত। এদিন সৌরভ বলেন, “আমি চিরকাল খেলাধূলা নিয়ে থাকলেও আমার পরিবার ব্যবসায়ী পরিবার। ৫০-৫৫ বছর আগে আমার ঠাকুরদা বাংলাতেই ছোট ব্যবসা শুরু করেছিলেন। রাজ্যের তরফে সে সময় সমর্থন পাওয়া গিয়েছিল। এই রাজ্য সবসময়ই ব্যবসার জন্য বাকি বিশ্বকে আমন্ত্রণ জানায়। সেই কারণেই আজ মুখ্যমন্ত্রী এই দেশে। রাজ্য এবং যুবদের উন্নতিকল্পে যে সরকার কাজ করতে চায়, তা খুব স্পষ্ট। বাকি দেশকে ব্যবসার জন্য লগ্নির আহ্বান জানানোর অর্থ কিন্তু রাজ্যের সার্বিক উন্নয়নের কথা ভেবেই। ক্ষুদ্র শিল্প, খেলা, সংস্কৃতি, বিনোদন, শিক্ষা- প্রত্যেক ক্ষেত্রেই বিশেষ নজর সরকারের। দিনে দিনে তা উন্নতির পথে এগিয়েও চলেছে।”

Advertisement

[আরও পড়ুন: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, তৈরি হবে সার্চ কমিটি]

এরপরই তাঁর মুখে উঠে আসে ইস্পাত কারখানা তৈরির কথা। যোগ করেন, “আমি রাজ্যে তৃতীয় ইস্পাত কারখানাটি তৈরি করছি। অনেকেই হয়তো জানেন না ২০০৭ সালে প্রথমটা তৈরি করেছিলাম। আর আগামী ৫-৬ মাসে মেদিনীপুরে নতুন কারখানা গড়ব। এই কাজে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের তরফে সবরকম সহযোগিতা পেয়েছি। আশা করি আগামী এক বছরের মধ্যেই তা কার্যকরী হবে।”

‘সংবাদ প্রতিদিন’-কে সৌরভ এদিন আলাদা করে জানান, ২০০৭ সালে তাঁর প্রথম ইস্পাত কারখানাটি তৈরি হয়েছিল দুর্গাপুরে। দ্বিতীয়টি গড়ে ওঠে পাটনায়। এবার তৃতীয়টা কারখানাটি হবে মেদিনীপুরে। খুব তাড়াতাড়ি কাজও শুরু হয়ে যাবে। এই উদ্যোগ যে কর্মসংস্থানের পথ আরও প্রশস্ত করবে, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: আসনরফার ক্ষেত্রে কাজ করবে তিন সূত্র, সমন্বয় বৈঠকের পরই কাজ শুরু INDIA জোটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement