Advertisement
Advertisement
Australia PM

মরিসনকে সরিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বাম মনোভাবাপন্ন নেতা, চেনেন তাঁকে?

শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Son of a single mom Anthony Albanese is Australia’s new prime minister | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 22, 2022 10:37 am
  • Updated:May 22, 2022 11:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দশক পর পালাবদল অস্ট্রেলিয়ায়। অবসান হল কনজারভেটিভ দলের শাসনের। শনিবারের ভোটে পরাজিত হলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। লেবার পার্টির নেতা তথা বাম মনোভাবাপন্ন অ্যান্টনি অ্যালব্যানিজ (Anthony Albanese) বসতে চলেছেন সে দেশের প্রধানমন্ত্রীর কুরসিতে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানকে (Australia PM) ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার কোয়াডের বৈঠকে মুখোমুখি সাক্ষাৎ হতে চলেছে দুই রাষ্ট্রপ্রধানের।

শনিবার গভীররাত পর্যন্ত প্রাপ্ত ফলাফল বলছে, ন্যাশনাল-কনজারভেটিভ পার্টির জোটের ঝুলিতে এসেছে ৫১টি আসন। অন্যদিকে লেবার পার্টির (Labour Party) দখলে রয়েছে ৭২টি আসন। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৭৬টি আসন। তবে এটা স্পষ্ট যে ৫৯ বছরের অ্যালব্যানিজ হবেন অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ঘুরপথে কলকাতায় মাঙ্কিপক্স ঢুকছে না তো? জ্বর-মাথার যন্ত্রণায়ও আইসোলেশনের পরামর্শ]

কে এই অ্যান্টনি অ্যালব্যানিজ? সিঙ্গল মাদারের সন্তান অ্যালব্যানিজ ওরফে অ্যালবো। ছেলেবেলা কেটেছে সিডনির পশ্চিম প্রান্তের সরকারি ক্যাম্পে। সরকারি ‘ডিসঅ্যাবিলিটি’ পেনশনের উপর ভরসা করেই ছেলেকে বড় করে তুলেছিলেন অ্যালবোর মা। পরিবারের প্রথম সদস্য হিসেবে স্কুলের গণ্ডি টপকেছিলেন অ্যালবো। তার পর কলেজ পেরিয়ে অর্থনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভরতি হন। এর মধ্যে মাত্র ২২ বছর বয়সেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। অল্প সময়ের মধ্যেই লেবার পার্টির ছাত্র সংগঠনের সভাপতি নির্বাচিত হন সদা হাস্যময়, মাটির মানুষ, বাম মনোভাবাপন্ন অ্যালব্যানিজ।

ছেলেবেলা থেকেই দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্নপূরণ করতে রাজনীতিকেই ধ্যানজ্ঞান করে ফেলেছিলেন অ্যালব্যানিজ। ১৯৯৬ সাল থেকে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। ২৬ বছর ধরে বিরোধী রাজনীতির মুখ। ৬ বছর সরকারে ক্ষমতাসীন দলের সদস্য ছিলেন। ২০১৩ সালে উপ প্রধানমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। ২০১৯ সাল থেকে অস্ট্রেলিয়ার বিরোধী দলনেতা। এবার সে দেশের রাষ্ট্রপ্রধানের কুরসিতে বসতে চলেছেন অ্যালবো।

[আরও পড়ুন: জ্বালানি শুল্ক কমানোর পরই বিরোধী রাজ্যগুলিকে নিশানা কেন্দ্রের, VAT কমাল কেরল, রাজস্থানও]

গোড়া থেকেই বাম মনোভাবাপন্ন হিসেবেই পরিচিত ছিলেন অ্যালব্যানিজ। ২০২১ সালে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা। যমে মানুষে টানাটানি চলে। সুস্থ হয়ে ওঠার পর থেকে নিজেকে বেশকিছুটা বদলে ফেলেন অ্যালব্যানিজ। উগ্র বামপন্থা থেকে সরে আসেন। একা মায়ের সন্তান, সরকারি পেনশনে সরকারি আশ্রয়ে বেড়ে ওঠা অ্যালবোর জীবনের কাহিনি এখন সে দেশের যুবসমাজের অনুপ্রেরণার গল্প। সে কথা উল্লেখ করেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালব্যানিজ বলছেন, “সব বাবা-মা তাঁদের সন্তানের ভাল ভবিষ্যতের আশা করেন। আমার মা-ও করেছিলেন। আজ আমার জীবনের কাহিনি নতুন প্রজন্মকে নিজের লক্ষ্যপূরণ করতে অনুপ্রাণিত করবে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement