সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবানের পাশে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টের আশরফ ঘানির ভাই হশমত ঘানি আহমদজাই (Hashmat Ghani Ahmadzai)। জেহাদি সংগঠনটিকে তিনি সমর্থন করেছেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও-ও। আফগানভূমের (Afghanistan) প্রাক্তন প্রেসিডেন্টের ভাইয়ের এ ধরনের পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
গত ১৫ আগস্ট কাবুলের দখল নেয় তালিবান (Taliban)। সেদিনই দেশ ছেড়েছেন আশরফ ঘানি। এর পর ভিডিও বার্তায় তোপ দেগেছেন তিনি। ক্ষমতা হস্তান্তর নিয়ে তালিবানদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। এর মাঝেই তাঁর ভাইয়ের জেহাদি সংগঠনের পাশে দাঁড়ানোর জেরে বেড়েছে জল্পনা।
সোশ্যাল মিডিয়া মারফত খবর, হশমত ঘানি আহমদজাই শুধুমাত্র প্রাক্তন প্রেসিডেন্টের ভাই নন, Grand Council of Kuchis-এর প্রধানও বটে। খবর, ইতিমধ্যে তালিবান নেতা খলিলুর রহমান এবং ধর্মীয় নেতা মুফতি মহম্মদ জাকিরের সঙ্গে দেখা করেন হশমত ঘানি। সেখানেই তালিবানদের সমর্থনের কথা জানান প্রেসিডেন্টের ভাই। এর পরই উঠছে প্রশ্ন। তবে কি আফগানিস্তানে ফিরে আসার রাস্তা পরিষ্কার করতেই ভাইয়ের মাধ্যমে সমঝোতার বার্তা দিলেন আশরফ ঘানি। নাকি নিজের প্রাণ বাঁচাতে দাদার অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে দাঁড়ালেন হশমত ঘানি? প্রশ্নগুলির উত্তর দেবে সময়।
طالبان کا کہنا ہے کہ @ashrafghani کے بھائی حشمت غنی احمد زئی نے طالبان کی حمایت کا اعلان کیا ہے۔ طالبان رہنما خلیل الرحمٰن اور دینی عالم مفتی محمود ذاکری اس موقع پر موجود ہیں۔ ویڈیو مفتی ذاکری نے جاری کی ہے۔ pic.twitter.com/MmBIsRqwa4
— Tahir Khan (@taahir_khan) August 21, 2021
এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন আফগান নেতার মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছেন দাড়িগোঁফ কামানো এক ব্যক্তি। নেটিজেনদের দাবি, জেহাদি নেতারা সাদরে যাঁকে আপ্যায়ন করছেন তিনিই প্রাক্তন প্রেসিডেন্টের ভাই। তাঁকে তালিবান শাসনের দরাজ প্রশংসাও করেছেন। যদিও এই ভিডিওর সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল যাচাই করেনি।
The brother of Ashraf Ghani has joined Taliban. He pledged his support after meeting Alhaj Khalil ur rehman Haqqani. pic.twitter.com/Wl3SBOMCQp
— Muhammad Jalal (@MJalal700) August 21, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.