Advertisement
Advertisement

Breaking News

দমকলকর্মীর হেলমেটের মধ্যে লুকিয়ে বিষধর সাপ, ভাইরাল ভিডিও

সাক্ষাৎ যমদূত!!!

Slithery job! Snake found inside Australian firefighter’s helmet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 20, 2018 11:26 am
  • Updated:January 20, 2018 11:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাপের নাম শুনলে আমাদের মধ্যে অনেকেই আছেন যাঁদের হাত-পা ঠান্ডা হয়ে যায়। এমনকি সাপের ছবি দেখলেও অনেকে ভয় পান। আবার গ্রামবাংলার অনেকে আছেন যাঁরা দিনের আলো কমে এলে সাপের নাম পর্যন্ত নেন না। কারণ তাঁরা মনে করেন সাপের নাম নিলেই ঘটতে পারে সাপের উদ্ভব, কিন্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ঘটনাটি আরও জটিল। সেখানে কেউ সাপের নাম না নিলেও যখন তখন সাপ এসে হাজির হয় সেখানকার জনসাধারণের সামনে, আর তাতেই ঘটে বিপত্তি।

[গুপ্তধন-সহ সন্ধান মিলল বিশ্বের দীর্ঘতম গুহার, জানেন কোথায়?]

এই যেমন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রুথারফোর্ডের দমকলকেন্দ্রে এক দমকলকর্মীর হেলমেটের মধ্যে পাওয়া গিয়েছে একটি বিষধর সাপ। যদিও তা থেকে কোনওরকম বিপদের সম্মুখীন হতে হয়নি ওই দমকলকর্মীকে, কারণ অফিসে এসে হেলমেটটি মাথায় পরার ঠিক আগেই তিনি ওই সাপটিকে হেলমেটের মধ্যে লুকিয়ে থাকতে দেখতে পান এবং তৎক্ষনাৎ পেশাদার একজনকে ডেকে ওই সাপটিকে সরিয়ে ফেলতে নির্দেশ দেন। আর এই পুরো ঘটনাটিকে ক্যামেরাবন্দি করেছেন তিনি এবং সেটিকে ফেসবুকে শেয়ারও করেছেন।

Advertisement

আনারসের মধ্যে কোকেন! পাচারকারীদের ছক বদলে তাজ্জব তদন্তকারীরা

এরকম ঘটনা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে নতুন নয়। মাঝেমধ্যেই এরকম ঘটনা ঘটতে দেখা যায় ওইসব এলাকায়। কয়েকদিন আগে ওই এলাকারই এক বাসিন্দা বাড়ির গ্যারেজ থেকে গাড়ি বের করতে গিয়ে দেখেন গাড়ির জানলায় একটি ৮ ফুট লম্বা লাল রঙের সাপ জড়িয়ে রয়েছে। এছাড়াও ওই এলাকার অনেক মানুষকেই বলতে শোনা যায় তাঁরা নাকি প্রায়ই তাঁদের রান্নাঘরে, বাথরুমে নানা ধরনের সাপের মুখোমুখি হন এবং এইসব সাপগুলো অনেকক্ষেত্রেই বিষধর সাপ হয়। এবং এবিষয়ে ওখানকার অনেক মানুষই বলেন তাঁরা নাকি এভাবে সাপের মুখোমুখি হতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। এখন আর তাঁরা সাপ দেখলে চমকে ওঠেন না বরং এরকম ঘটনা ঘটলে তাঁরা পেশাদার কাউকে ডেকে সাপটিকে সরিয়ে ফেলতে নির্দেশ দেন ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement