সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঙ্গিত যা ছিল, তাই বাস্তবে পরিণত হল৷ ৬টি মুসলিম দেশের উপর নিষেধাজ্ঞা জারি করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ প্রথমে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছিল, সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ট্রাভেল ভিসা দেওয়া যাবে না৷ তবে শেষে সেই তালিকা থেকে বাদ দেওয়া হল ইরাককে৷ বাকি ছ’টি দেশের উপর ৯০ দিনের জন্য মার্কিন মুলুকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হল৷ ১৬ মার্চের পর এই নিয়ম লাগু হবে বলে জানা যাচ্ছে৷
হোয়াইট হাউজের তরফে খবর, সোমবারই এই নয়া নিয়মে সই করে দিয়েছেন ট্রাম্প৷ তাঁর চালু করা এই বিদেশ নীতির গেরোয় ৯০ দিনের জন্য আমেরিকায় প্রবেশ নিষেধ ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকদের৷ তবে ইরাক তালিকায় থাকলেও শেষমেশ বাদ দেওয়া হয়েছে৷ কারণ মার্কিন সেনায় বহু ইরাকি নিযুক্ত রয়েছেন৷ যাঁদের মধ্যে অধিকাংশই আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করেন৷
অন্যদিকে, নয়া নিয়মে আরও বলে দেওয়া হয়েছে, এক বছরে ৫০ হাজারের বেশি শরণার্থীকে মার্কিন মুলুকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না৷ ওবামা প্রশাসনের সময় যে সংখ্যাটি ছিল ১ লক্ষ ১০ হাজার৷ ট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.