Advertisement
Advertisement
Singapore

ডিভোর্স চাওয়ায় রেগে আগুন স্ত্রী, ফুটন্ত গরম জল ঢাললেন স্বামীর গায়ে, তারপর…

পরিকল্পনা করেই হামলা স্বামীর উপর।

Singapore Women Sentenced to Eight Months' Jail for Scalds Husband With Boiling Water for Seeking Divorce | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 31, 2023 5:45 pm
  • Updated:May 31, 2023 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিক্ত হয়ে উঠেছিল সম্পর্ক। কঠিন হয়ে উঠছিল একসঙ্গে ঘর করা। ফলে বিচ্ছেদ চেয়েছিলেন স্বামী। তাতেই রাগে যুবকের গায়ে গরম জল ঢেলে দেন স্ত্রী। গুরুতর জখম যুবক ষোলো দিন হাসপাতালে ভরতি ছিলেন। মামলা ওঠে আদালতে। বিচারে তরুণীকে ৮ মাসের জেলের শাস্তি দিলেন বিচারক। শোরগোল পড়ে গিয়েছে সিঙ্গাপুরের (Singapore) এই ঘটনায়।

২০১৯ সালে ২৯ বছরের রাহিমা নিসভার সঙ্গে বিয়ে হয়েছিল ২৪ বছরের শামির আহমেদ সাফুয়ানের। বিয়ের কিছুদিন পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। শামিরের দাবি, ২০২২-এর ডিসেম্বরেই স্ত্রীর অত্যাচারে অতিষ্ট হয়ে বিচ্ছেদের কথা ভাবেন তিনি। এর মধ্যে গত জানুয়ারিতে কন্যাসন্তানের জন্ম দেন রাহিমা। এরপর থেকে বাপের বাড়িতেই ছিলেন। গত ১৯ মার্চ সেখানে গিয়ে বিচ্ছেদের ইচ্ছে প্রকাশ করেন শামির। সেই সময় কোনও প্রতিক্রিয়া না দিলেও তলেতলে স্বামীর উপর বিরাট ক্ষেপে যান রাহিমা। রাগে ফুঁসে বদলার পরিকল্পনা করেন।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে একগুচ্ছ কর্মসূচি, জুনেই রাজ্য সফরে আসছেন নরেন্দ্র মোদি]

পরিকল্পনা মাফিক গত ২২ মার্চ একটি বড় ফ্লাস্কে ফুটন্ত গরম জল ভরে শামিরের বাড়ির সামনে সামনে অপেক্ষা করছিলেন রাহিমা। সকালে স্বামী সিঁড়ি বেয়ে বাইরে আসতেই তাঁকে লক্ষ্য করে গরম জল ছুঁড়ে দেন। মুখ ঘুরিয়ে নিলেও ফুটন্ত জল ছিটকে পড়ে শামিরের পিঠে। গরুতর জখম হন তিনি। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। ষোলো দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। অন্যদিকে পলাতক হন রাহিমা। পরবর্তীকালে যুবকের অভিযোগের ভিত্তিতে আদালতে মামলা ওঠে। তাতেই মঙ্গলবার তরুণীকে ৮ মাসের জেলের শাস্তি দিয়েছেন সিঙ্গাপুরের আদলতের বিচারক।

[আরও পড়ুন: ‘বিদেশে গেলেই জিন্নার আত্মা ভর করে রাহুলের উপরে’, মোদির সমালোচনার পালটা বিজেপির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement