Advertisement
Advertisement

Breaking News

ঐতিহাসিক বৈঠকের পর লাঞ্চে কী খেলেন ট্রাম্প-কিম?

দুই বৈচিত্রময় রাষ্ট্রপ্রধানের খাদ্য তালিকাতেও ছিল বৈচিত্র৷

Singapore Summit: This is the menu for Donald Trump-Kim Jong lunch
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2018 6:51 pm
  • Updated:June 12, 2018 6:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনা-কল্পনার অবসান করে সৃষ্টি হল ইতিহাস৷ ‘নিউট্রাল ভ্যেনু’ সিঙ্গাপুরে হাত মেলালেন বিশ্বের যুযুধান দু’পক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন৷ দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেই খবর৷ সিদ্ধান্ত হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব পরমাণু নিরস্ত্রীকরণের কাজ সম্পন্ন করবে উত্তর কোরিয়া৷ কিমকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট৷ দুই রাষ্ট্রপ্রধানই সপারিষদ রয়েছেন বিলাসবহুল দুই হোটেলে৷ সেখানে চলছে দেদার খানাপিনা৷ বৈঠকের পর একসঙ্গে দুপুরের খাওয়া (লাঞ্চ) সারেন ট্রাম্প ও কিম৷ সেই খাবার তালিকাতেও নাকি ছিল বিপুল চমক৷

[মুক্তমনা বামপন্থী নেতা শাহজাহান বাচ্চুর খুনে উত্তাল বাংলাদেশ]

Advertisement

হোয়াইট হাউস সূত্রের খবর, খাদ্য তালিকাতে রাখা ছিল পূর্ব ও পাশ্চাত্য দেশগুলির বিখ্যাত বিভিন্ন খাবারের পদ৷ শুরুতেই অর্থাৎ যাকে বলা হয় স্টার্টার, সেখানে রয়েছে প্রন ককটেল, আভাকাডো স্যালাড ও কোরিয়ার বিখ্যাত গ্রিন ম্যাঙ্গো স্যালাড৷ যাতে দক্ষিণ এশীয় স্বাদ যোগ করার জন্য ব্যবহার করা হয়েছে মধু, লেবু ও অক্টোপাস৷ এখানেই শেষ নয়, রসনাতৃপ্তির আয়োজনে আরও এলাহি আয়োজন করা হয়েছিল৷ মধ্যভাগে বা মেন কোর্সে রাখা ছিল, বিফ, পর্ক, মাছ ও মাংসের বিভিন্ন পদ৷ শুরুতেই রাখা হয়েছে ফ্রায়েড রাইস, আলু, ব্রকোলি সিদ্ধ-সহ বিফের একটি পদ, সুইট অ্যান্ড সাওয়ার ক্রিসপি পর্ক, কোরিয়ান পদ জগিম ডোরিম ও এশিয়ান ভেজিটেবলস৷ খাওয়ার পরে মুখসুদ্ধি হিসাবে রাখা হয়েছে, চকলেট টার্টেল গ্যানশে, হাগেন দাজ ভ্যানিলা আইসক্রিম ও ক্রিম ফিলড পেস্ট্রি৷

[পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত ট্রাম্প-কিম, স্বস্তির নিঃশ্বাস বিশ্বে]

সিঙ্গাপুরের সেন্তোসার ক্যাপেল্লা হোটেলে ভারতীয় সময় সকাল সাতটা নাগাদ বৈঠকে বসেন দুই রাষ্ট্রপ্রধান৷ প্রায় ৩৮ মিনিট ধরে চলে রূদ্ধদ্বার বৈঠক৷ পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই বাকযুদ্ধ চলছিল ট্রাম্প ও কিমের মধ্যে৷ তৈরি হয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি৷ তবে বৈঠকে পুরনো ঘটনার কোনও ছাপই নজরে আসেনি দুই রাষ্ট্রনায়কের মুখে৷ তবে তাঁদের মুখে স্পষ্ট ছিল উদ্বেগের ছাপ৷ বৈঠকের শেষে দুই দেশের পতাকার সামনে একসঙ্গে ছবিও তোলেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement