সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে ও মেয়ে, উভয়ের সঙ্গেই যৌনতায় লিপ্ত হতে পছন্দ করেন জীবনদীপ কোহলি৷ বিষয়টি নিয়ে কোনও লুকোছাপা পছন্দ নয় তাঁর৷ তাই রাখঢাক না করেই এবার নিজের ‘সেক্সুয়াল প্রেফারেন্স’ বা যৌন অভিরুচি ব্যক্ত করলেন তিনি৷ এবং এমনভাবে করলেন, যা দেখে জীবনদীপের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ টুইটারে এই শিখ যুবককে শুভেচ্ছা জানালেন তিনি৷
[ আরও পড়ুন: রানির প্রশ্নে বেকুব ট্রাম্প, পরিস্থিতি সামাল দিলেন মেলানিয়া]
পয়লা জুন থেকে শুরু হয়েছে ‘প্রাইড মান্থ ২০১৯’৷ সেই উপলক্ষে এক অভিনব সাজে সেজে ওঠেন সান দিয়াগোর বাসিন্দা জীবনদীপ কোহলি৷ যে ‘রেনবো’ বা ‘রামধনু’ রঙ সমকামীদের প্রতীক হিসাবে চিহ্নিত, সেই রঙের পাগড়ি পরে ছবি তোলেন তিনি৷ এবং টুইটারে সেই ছবি পোস্ট করে নিজের যৌন অভিরুচির বিষয়ে মুখ খোলেন জীবনদীপ৷ স্পষ্ট ভাষায় জানান, তিনি ‘বাই-সেক্সুয়াল’৷ অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়ের সঙ্গেই যৌনতায় লিপ্ত হতে পছন্দ করেন তিনি৷ এবং সেজন্য গর্ববোধ করেন৷ এই ভাবেই তিনি আগামী জীবনকে উপভোগ করতে চান৷ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জীবনদীপের এই পোস্ট৷ ঝড় ওঠে লাইক, শেয়ারের৷
[ আরও পড়ুন: অসহ্য মানসিক যন্ত্রণা, মুক্তি পেতে স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নির্যাতিতার ]
এই শিখ যুবকের পোস্টটি এতটাই জনপ্রিয়তা পায় যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তাঁর প্রশংসা করেন৷ স্পষ্ট বক্তা জীবনদীপের পোস্টটি রিটুইট করে ওবামা লেখেন, ‘‘তোমার গর্বিত হওয়ার অনেক কারণ রয়েছে জীবনদীপ৷ দেশে সাম্যের পরিবেশ বজায় রাখতে তুমি যা করেছ, তার জন্য ধন্যবাদ৷ যাই হোক, পাগড়িটা দারুণ লাগছে৷ সকলকে, হ্যাপি প্রাইড মান্থ!’’
I’m proud to be a bisexual bearded baking brain scientist. I feel fortunate to be able to express all these aspects of my identity, and will continue to work toward ensuring the same freedom for others. #PrideMonth #PrideTurban #LoveIsLove pic.twitter.com/SVhc0iwDF0
— Jiwandeep Kohli (@jiwandeepkohli) June 1, 2019
You’ve got a lot to be proud of, Jiwandeep. Thanks for everything you do to make this country a little more equal. Turban looks great, by the way. Happy Pride Month, everybody! https://t.co/SO7mgnOkgl
— Barack Obama (@BarackObama) June 4, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.