সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল লন্ডন। ব্রিটেনের পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে প্রায় ১২ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর সংবাদ সংস্থা এপি সূত্রে। জানা গিয়েছে, বুধবার ব্রিটেনের পার্লামেনেটর বাইরে ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে পরপর গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন পুলিশকর্মীরা। বন্দুকবাজকে গুলি করে নিকেশ করে পুলিশ।
This is the moment Parliament was suspended as “sounds similar to gunfire” were heard outside pic.twitter.com/to6PPxkNqL
— Sky News (@SkyNews) March 22, 2017
ব্রিটেনের হাউস অফ কমনস-এর লিডার জানিয়েছেন, ঘটনার কথা জানতে পেরেই পার্লামেন্ট বিল্ডিং বন্ধ করে দেওয়া হয়। এদিনের মতো অধিবেশন মুলতবি হয়ে যায়। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় পার্লামেন্টের প্রতিনিধিদের। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি গাড়ি দ্রুত গতিতে ছুটে এসে ধাক্কা মারে পার্লামেন্ট ভবনের বাইরের রেলিংয়ে। চারজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন নিরাপত্তারক্ষীরা। এক পুলিশ আধিকারিককে ছুরিকাঘাত করেছে দুষ্কৃতী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.