সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার আরকানসাসের লিটল রক নাইটক্লাবে ঢুকে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে জখম অন্তত ১৭ জন। আরকানসাসের পুলিশ তাদের সোশ্যাল মিডিয়া পেজে এই খবর জানিয়েছে। শনিবার এক কনসার্ট চলাকালীন নাইট ক্লাবে ঢুকে গুলি ছুড়তে থাকে অভিযুক্ত বন্দুকবাজ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কি না, জানা যায়নি।
Update: 17 people shot at Ultra Power Lounge in downtown Little Rock about 2:30am. As of 6:15, @LRpolice says all victims are alive. #ARNews pic.twitter.com/pEWoXLfC1w
— KARK 4 News (@KARK4News) July 1, 2017
লিটল রক পুলিশ তাদের অফিসিয়াল পেজে জানিয়েছে, কে বা কারা গুলি চালিয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, এদিনের হামলাকে এখনই জঙ্গি হামলা বলা যায় না। তবে হামলায় কেউ নিহত হননি বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। রাত আড়াইটে নাগাদ নাইট ক্লাবে হামলাটি হয়েছে বলে জানিয়েছে একটি স্থানীয় টেলিভিশন চ্যানেল।
অন্তত ২০ বার গুলি চালানোর আওয়াজ পাওয়া গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। যাঁরা ওই সময় নাইটক্লাবে উপস্থিত ছিলেন, গুলির শব্দে আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন। পদপিষ্ট হয়েও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশের একটি সূত্রের দাবি, আহত এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
দেখুন ভিডিও:
This cell phone video captured by Darryl Rankin shows the moment shots were fired inside of the Power Ultra Lounge;17 people injured #ARNews pic.twitter.com/LrXM1XQ3DT
— Sarafina Brooks (@KATVSarafina) July 1, 2017
Witness describes the Little Rock club shooting as “mass chaos as people ran for safety hoping not to be shot” #ARNews
— Jonathan Rozelle (@JonathanRozelle) July 1, 2017
#LittleRock Mass Shooting In Little Rock Arkansas Nightclub As 17 People Shot pic.twitter.com/sJ4J9yfCcj
— Red Pill (@IWillRedPillYou) July 1, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.