Advertisement
Advertisement

আমেরিকার নাইটক্লাবে ফের বন্দুকবাজের হামলা, নিহত এক

এখনও অধরা আততায়ী।

Shooting in Cincinnati night club, 1 killed, many injured
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 26, 2017 9:41 am
  • Updated:December 27, 2019 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলা আমেরিকাতে। এবারের ঘটনাস্থল ওহাইও প্রদেশের সিনসিনাটি শহরের একটি নাইটক্লাব। স্থানীয় সময় রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে। বন্দুকবাজের অতর্কিত হামলায় মৃ্ত্যু হয়েছে ১ জনের। আহত আরও ১৪ জন। পুলিশ সূত্রে খবর এমনটাই।

এদিন ক্যামিও নাইটক্লাবটিতে যুবক-যুবতীদের জন্য বিশেষ একটি নাচ-গানের অনুষ্ঠান চলছিল। এই সময়েই আচমকা গুলির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন নাইটক্লাবে থাকা মানুষ। কিছু বুঝে ওঠার আগেই বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। ঘটনায় আহত হন অনেকেই। তাঁদেরকে পার্শ্ববর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও ওই বন্দুকবাজের পরিচয় জানা যায়নি। গুলি চালানোর পরেই সেখান থেকে পালিয়ে যায় সে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু আততায়ীকে ধরতে পারেনি তাঁরা। গোটা এলাকাটিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বন্দুকবাজের খোঁজে চলছে তল্লাশি। তবে ওই আততায়ী ঠিক কী কারণে এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে তা এথনও জানা যায়নি। এছাড়া এই ঘটনার পিছনে বড়সড় নাশকতার ছক ছিল কিনা বা কোনও জঙ্গি সংগঠন জড়িত রয়েছে, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

[সিলেটে এখনও চলছে ‘অপারেশন টোয়াইলাইট’, নিহত দুই পুলিশকর্মী-সহ ৬]

প্রায় এক বছর আগে ফ্লোরিডার এক নাইটক্লাবে আক্রমণ চালিয়েছিল এক জঙ্গি। সেই ঘটনায় ৪৯ জন মারা গিয়েছিলেন। জখম হয়েছিলেন ৫৩ জন। ক্যামিও নাইটক্লাবের ঘটনাটি সেই স্মৃতিটাই ফের ফিরিয়ে আনল।

[গন্ধ শুঁকেই ব্রেস্ট ক্যানসার শনাক্ত করবে সারমেয়রা!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement