Advertisement
Advertisement

Breaking News

টেক্সাসে ওয়ালমার্টের শপিং মলে বন্দুকবাজের হানা, মৃত অন্তত ২০

কৃষ্ণাঙ্গদের প্রতি বিদ্বেষের জেরেই হামলা, অনুমান পুলিশের।

shooting at Texas Walmart, Twenty killed in El Paso gun attack
Published by: Tanujit Das
  • Posted:August 4, 2019 9:42 am
  • Updated:August 4, 2019 9:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ শেষে টেক্সাসে বন্দুকবাজের হানা৷ শনিবার সকালে টেক্সাসের এল পাসো শহরে ওয়ালমার্টের একটি শপিং মলে হামলা চালায় এক দুষ্কৃতী৷ এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে স্টোরের ভিতরে ঢুকে পড়ে সে৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের৷

[ আরও পড়ুন: ব্রিটিশ অহং দুরমুশ করে মিস ইংল্যান্ড বঙ্গতনয়া, মুকুট উঠল ভাষা মুখোপাধ্যায়ের মাথায় ]

Advertisement

জানা গিয়েছে, ওইদিন স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ হঠাৎই কৃষ্ণাঙ্গদের প্রতি অশ্লীল উক্তি করতে করতে ওয়ালমার্টের ওই শপিং মলে ঢোকে আততায়ী৷ এরপর বন্দুক বের এলোপাথাড়ি গুলি চালাতে থাকে৷ ঘটনাকে ঘিরে মলে উপস্থিত সাধারণ ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়৷ প্রাণে বাঁচতে তাড়াতাড়ি মল থেকে বের হওয়ার চেষ্টা করেন তাঁরা৷ এই সময় কয়েকজন পদপিষ্ট হন৷ গুলির আঘাতে জখম হন অনেকে৷ তাদের মধ্যে কয়েকজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এবং সেখানেও কয়েকজনের মৃত্যু হয়৷ হামলার ঘটনায় এখনও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন৷ সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ জখমের সংখ্যা আরও বেশি বলে হাসপাতাল সূত্রে খবর৷

[ আরও পড়ুন: দেশভাগের ৭২ বছর পর, পাকিস্তানে খুলল ঐতিহাসিক গুরুদ্বারের দরজা ]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলি চলার ৬ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশের স্পেশাল ওয়েপনস এন্ড ট্যাকটিক্স (SWAT) দল বা সোয়্যাট টিম৷ সঙ্গে সঙ্গে মলটিকে ঘিরে ফেলেন তাঁরা৷ সমস্ত ক্রেতারা বাইরে বেরিয়ে আসায় কাজে সুবিধা হয় তাঁদের৷ শুরু হয় গুলির লড়াই৷ অবশেষে আত্মসমর্পন করে ওই আততায়ী৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কৃষ্ণাঙ্গদের প্রতি বিদ্বেষ থেকেই এই হামলা চালিয়েছে বছর ২১-এর ওই যুবক৷ ঘটনার আগের দিন সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে শ্লেষাত্মক মন্তব্যও করেছিল সে৷ যা ভাইরাল হয়ে গিয়েছে৷ হামলার নিন্দা করে মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement