সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ শেষে টেক্সাসে বন্দুকবাজের হানা৷ শনিবার সকালে টেক্সাসের এল পাসো শহরে ওয়ালমার্টের একটি শপিং মলে হামলা চালায় এক দুষ্কৃতী৷ এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে স্টোরের ভিতরে ঢুকে পড়ে সে৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের৷
[ আরও পড়ুন: ব্রিটিশ অহং দুরমুশ করে মিস ইংল্যান্ড বঙ্গতনয়া, মুকুট উঠল ভাষা মুখোপাধ্যায়ের মাথায় ]
জানা গিয়েছে, ওইদিন স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ হঠাৎই কৃষ্ণাঙ্গদের প্রতি অশ্লীল উক্তি করতে করতে ওয়ালমার্টের ওই শপিং মলে ঢোকে আততায়ী৷ এরপর বন্দুক বের এলোপাথাড়ি গুলি চালাতে থাকে৷ ঘটনাকে ঘিরে মলে উপস্থিত সাধারণ ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়৷ প্রাণে বাঁচতে তাড়াতাড়ি মল থেকে বের হওয়ার চেষ্টা করেন তাঁরা৷ এই সময় কয়েকজন পদপিষ্ট হন৷ গুলির আঘাতে জখম হন অনেকে৷ তাদের মধ্যে কয়েকজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এবং সেখানেও কয়েকজনের মৃত্যু হয়৷ হামলার ঘটনায় এখনও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন৷ সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ জখমের সংখ্যা আরও বেশি বলে হাসপাতাল সূত্রে খবর৷
[ আরও পড়ুন: দেশভাগের ৭২ বছর পর, পাকিস্তানে খুলল ঐতিহাসিক গুরুদ্বারের দরজা ]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলি চলার ৬ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশের স্পেশাল ওয়েপনস এন্ড ট্যাকটিক্স (SWAT) দল বা সোয়্যাট টিম৷ সঙ্গে সঙ্গে মলটিকে ঘিরে ফেলেন তাঁরা৷ সমস্ত ক্রেতারা বাইরে বেরিয়ে আসায় কাজে সুবিধা হয় তাঁদের৷ শুরু হয় গুলির লড়াই৷ অবশেষে আত্মসমর্পন করে ওই আততায়ী৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কৃষ্ণাঙ্গদের প্রতি বিদ্বেষ থেকেই এই হামলা চালিয়েছে বছর ২১-এর ওই যুবক৷ ঘটনার আগের দিন সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে শ্লেষাত্মক মন্তব্যও করেছিল সে৷ যা ভাইরাল হয়ে গিয়েছে৷ হামলার নিন্দা করে মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
Today’s shooting in El Paso, Texas was not only tragic, it was an act of cowardice. I know that I stand with everyone in this Country to condemn today’s hateful act. There are no reasons or excuses that will ever justify killing innocent people….
— Donald J. Trump (@realDonaldTrump) August 4, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.