সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্ল হারবারে মার্কিন নৌসেনা ঘাঁটিতে এক জওয়ানের হাতে খুন হলেন দুই মার্কিন নাগরিক৷ নিজেও আত্মহত্যা করেছে ওই হামলাকারী বলে খবর৷ স্থানীয় সময়মতে ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ২.৩০ মিনিট নাগাদ৷ এই শুটআউটের সময় কয়েক কিলোমিটার দূরেই ছিলেন ভারতের বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদোরিয়া। তবে তাঁর এবং তাঁর সঙ্গে থাকা ভারতীয় অফিসারদের কোনও আঘাত লাগেনি বলে ভারতীয় বায়ুসেনার মুখপাত্র জানিয়েছেন।
সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, মৃতরা হাওয়াইয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের হয়ে কর্মরত ছিলেন৷ এই ঘটনায় আহত হয়েছেম আরও এক কর্মী৷ তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷ নৌসেনার তরফে জারি এক বিবৃতিতে বলা হয়ছে, হামলাকারী নৌবাহিনীর এক সিনিয়র অফিসার৷ এদিন দুপুর ২.৩০ নাগাদ আচমকাই নৌঘাঁটির অসামরিক কর্মীদের উপর আচমকাই গুলি চালাতে শুরু করে হামলাকারী৷ সঙ্গে সঙ্গেই গোটা চত্বর ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা৷ তারপরই মাথায় গুলি করে আত্মহত্যা করে সে৷ গোটা বিষয়টিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীর গায়ে নৌ-সৈনিকের ইউনিফর্ম ছিল৷ ঘটনাটি নৌঘাঁটির দক্ষিণ প্রবেশ পথের পাশে সংঘটিত হয়েছে৷ উল্লেখ্য, আর তিনদিন বাদেই পার্ল হারবারে জাপানের হামলার ৭৮তম বর্ষপূর্তি৷ টার আগেই এহেন ঘটনায় রীতিমতো চঞ্চল্য ছড়িয়েছে৷ উল্লেখ্য, ১৯৪১ ৭ ডিসেম্বর পার্ল হারবারে ভয়াবহ হামলা চালিয়েছিল ইম্পেরিয়াল জাপান৷ সম্পূর্ণ অপ্রত্যাশিত ওই হামলায় মার্কিন নৌসেনার প্রায় ২ হাজার ৫০০ জওয়ান প্রাণ হরিয়ছিলেন৷
[আরও পড়ুন: LPG গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ, সুদানে ১৮ জন ভারতীয়-সহ মৃত ২৩]
#UPDATE At least three people injured – two critically – after gunman opens fire at Pearl Harbor Naval Shipyard in Hawaii before taking his own lifehttps://t.co/39x5IS8cLu pic.twitter.com/by0C1yUsfq
— AFP news agency (@AFP) December 5, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.