সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলায় রক্ত ঝরল আমেরিকায়। রবিবার ভোররাতে পার্টি চলাকালীন আচমকাই হামলা হয়েছে। ইতিমধ্যেই চারজনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত আরও ২৯ জন। যদিও স্থানীয় পুলিশের তরফে হতাহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে কোনও তথ্য দেওয়া হয়নি। বন্দুকবাজ প্রায় ৩০ রাউন্ড গুলি চালিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত শনিবার গভীর রাত থেকে। প্রতি বছরের নিয়ম মাফিক ব্রুকলিন ডে পালন করতে জড়ো হয়েছিলেন বহু মানুষ। একটি বাড়িতেই ব্রুকলিন ডে উপলক্ষে বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। প্রায় একশো জন উপস্থিত ছিলেন ওই পার্টিতে। আনন্দ-উচ্ছ্বাসের মধ্যেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ।
গুলির শব্দ পেয়েই পুলিশে খবর দেওয়া হয়। তবে তাঁরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই অন্তত ৩০ রাউন্ড গুলি চালিয়ে ফেলেছে বন্দুকবাজ। ঘটনাস্থলেই চারজনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত হয়েছেন ২৯ জন। তার মধ্যে ১৯ জনকেই স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে বন্দুকবাজকে ধরা গিয়েছে কিনা, আদৌ সে জীবিত রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
বারবার বন্দুকবাজের দাপটে প্রাণহানির ঘটনা ঘটেছে আমেরিকায়। এ ধরনের তাণ্ডব রুখতে প্রশাসনের উদ্যোগ হলেও হামলা থামেনি। সেখানকার আগ্নেয়াস্ত্র আইনের (Gun Law)কারণেই নাগরিকদের হাতে হাতে বিভিন্ন ধরনের বন্দুক। আর ছোটখাটো কারণে বন্দুক হামলা এবং মৃত্যু একেবারে নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.