Advertisement
Advertisement
US Independence

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেই আমেরিকায় বন্দুকবাজের হামলা, মৃত অন্তত ৩

গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে স্থানীয় পুলিশ।

Shoot out at Independence Day celebration in USA, 3 died | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 5, 2023 9:34 pm
  • Updated:July 5, 2023 9:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার (USA) স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে মৃত্যু হল তিন নাগরিকের। অনুষ্ঠান চলাকালীনই বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন তাঁরা। গুলির আঘাতে গুরুতর জখম হয়েছেন আরও ৬ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিবছরই ওয়াশিংটনের (Washington) এই অনুষ্ঠানে হাজির হন বহু মানুষ। ভিড়ের মধ্যেই গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসেই আমেরিকার একাধিক জায়গায় বন্দুকবাজের হামলা চলেছে। ফিলাডেলফিয়ায় ৮ জনের মৃত্যুর খবর মিলেছে।

জানা গিয়েছে, লুইসিয়ানায় (Luisiana) একটি পার্ক ঘিরে নিয়ে প্রতিবছরই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয়। মঙ্গলবার সেখানেই হামলা চালায় বন্দুকবাজ। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে আরও একজনের মৃত্যুর খবর মেলেনি। গুলি লেগে আহত হয়েছেন আরও ছ’জন। ঘটনাস্থলে প্রচুর গাড়ির ভিড় ছিল। তার ফলে আহতদের উদ্ধার করতে প্রচুর সময় নষ্ট হয় বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস নওশাদের! থানায় তরুণী]

গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে স্থানীয় পুলিশ। তবে বন্দুকবাজ হামলার (US Shooting) প্রত্যক্ষদর্শীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। এক মহিলার মতে, “এরকম ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। ছুটির দিনে আনন্দ করতেই সকলে এখানে এসেছিলাম। সেখানে এমন মৃত্যুর ঘটনা দেখে আমরা ট্রমায় চলে গিয়েছি।”

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসেই টেক্সাসেও হামলা চালিয়েছে বন্দুকবাজ। একটি পার্কিং লটে হামলার জেরে মৃত্যু হয়েছে তিনজনের। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। বাকি দু’জন মারা গিয়েছেন হাসপাতালে। আহতদের অবস্থা কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। তবে সব মিলিয়ে এই হামলায় আক্রান্ত ১১ জনের মধ্যে একজন নাবালক। বাকিরা প্রাপ্তবয়স্ক। বন্দুক আইন সংশোধন করেও কেন বন্দুকবাজের হামলার ঘটনায় রাশ টানা যাচ্ছে না, তা নিয়ে লাগাতার প্রশ্নের মুখে হোয়াইট হাউস।

[আরও পড়ুন: আদিবাসী যুবকের মুখে প্রস্রাব! অভিযুক্ত ‘বিজেপি নেতা’র বাড়িতে বুলডোজার শিবরাজ প্রশাসনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement