Advertisement
Advertisement

আমেরিকার পর এবার নিউজিল্যান্ডে জাতিবিদ্বেষের শিকার ভারতীয়

প্রকাশ্যে চরম অপমান!

Shocking! Another Indian gets racially attacked in New Zealand
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 7, 2017 2:57 pm
  • Updated:March 7, 2017 2:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার পর এবার নিউজিল্যান্ডে জাতিবিদ্বেষের শিকার হলেন এক ভারতীয়৷ আদতে পাঞ্জাবের বাসিন্দা নরিন্দরবীর সিং নামে ওই ব্যক্তির অভিযোগ, সম্প্রতি অকল্যান্ডে তাঁর গাড়ির পথ আটকে এক দম্পতি তাঁকে জাত তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে নিজের দেশে ফিরে যেতে বলেন৷ নরিন্দরবীর রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে তাঁদের উদ্দেশে বলেন, “এই অভব্য আচরণ ফেসবুকে লাইভ পোস্ট করে দেবেন৷”

(যুদ্ধবাজ কিমকে রুখতে ‘মিসাইল সিস্টেম’ মোতায়েন করছে আমেরিকা)

এতে আরও ক্ষিপ্ত হয়ে নিউজিল্যান্ডের ওই দম্পতি তাঁদের গাড়ি ইচ্ছা করে নরিন্দরবীরের গাড়ির সঙ্গে ধাক্কা লাগানোর চেষ্টা করেন৷ এরপর গাড়ি থেকে নেমে ওই ব্যক্তি নিজের পোশাক খুলে নরিন্দরবীরকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করেন৷ তাঁরা তাঁকে প্রাণে মেরে ফেলতে পারেন বলে আশঙ্কা করে নরিন্দরবীর দ্রূত গাড়ি চালিয়ে স্থানীয় একটি পার্কে পৌঁছে যান৷ তাঁর পিছু নিয়ে সেই গাড়িটিও সেখানে আসে৷ ফের তাঁকে গালিগালাজ করে চরম অপমান করেন ওই দম্পতি৷

Advertisement

(কচ্ছপের পেট থেকে বেরোল ৯১৫টি সৌভাগ্যের কয়েন)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement