Advertisement
Advertisement

Breaking News

স্বামীকে শ্রদ্ধা, ভালবাসার জোরে এভারেস্ট পাড়ি শেরপা বিধবাদের

ভালবাসা হোক এমনই।

Sherpa widows' summit bid
Published by: Tanujit Das
  • Posted:December 31, 2018 5:48 pm
  • Updated:December 31, 2018 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী শেরপা৷ পর্বতকে নিজের জীবনের থেকেও বেশি ভালবাসে ৷ কিন্তু পাহাড়ে আতঙ্ক চিরকালীন। তাই জীবনে দুর্ঘটনা নেমে আসে যখন-তখন। হিমালয়ের কোলে হারিয়ে যায় নশ্বর দেহ ৷ এবার মৃত স্বামীদের শ্রদ্ধাজ্ঞাপন করতে অভিনব উদ্যোগ দুই বিধবার৷ স্বামীর স্মৃতিতে এভারেস্টে পাড়ি দেবেন তাঁরা৷ পাহাড়ি জীবন এমনি পরিশ্রমের। আর স্বামীর কাছে শিখেছেন সাহস। প্রবল মানসিক জোরকে সঙ্গী করে স্বামীর দেখানো পথেই সর্বোচ্চ শৃঙ্গজয়ের অঙ্গীকার করছেন তাঁরা৷ এভারেস্টে পা রেখে  সম্পূর্ণ করবেন স্বামীদের অপূর্ণ ইচ্ছা৷ 

[দাম্পত্য জীবনে বিরক্ত, স্বামীকে অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপন মহিলার!]

Advertisement

বিদেশি পর্বতারোহীদের পথ দেখিয়ে হিমালয়ের চূড়ায় পৌঁছে দেওয়াই শেরপাদের কাজ৷ দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন ফুরদিকি শেরপার স্বামী৷ কিন্তু ২০১৩-তে তাঁর সঙ্গে ঘটে যায় ভয়ংকর এক দুর্ঘটনা৷ ৮৮৫০ মিটার উঁচুতে দড়ি বাঁধার সময়, পা স্লিপ করে নীচে পড়ে যান ফুরদিকির স্বামী৷ মৃত্যু হয় তাঁর৷ ২০১৪-তে হিমালয়তে বিপর্যয়ের শিকার হন নিমা ডোমা শেরপার স্বামীও৷ প্রবল তুষার ঝড়ের সম্মুখীন হয় পর্বতারোহীদের একটি দল৷ সেখানে ছিলেন তিনিও। বরফে চাপা পড়ে মৃত্যু হয় নিমা ডোমা শেরপার স্বামী-সহ ১৬ জন পর্বতারোহীর৷

[ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে বর্ষশেষে সাংবাদিকতার পক্ষে সওয়াল করবে টাইমস স্কোয়্যার]

মৃত স্বামীদের শ্রদ্ধা জানাতে এবার হিমালয়ের শৃঙ্গ জয়ের স্বপ্নে বুক বাঁধতে শুরু করেছেন দুই বিধবা ফুরদিকি ও নিমা ডোমা৷ তাঁরা বলেন, ‘‘যন্ত্রণা কমাতেই আমরা এভারেস্ট জয়ের পরিকল্পনা করেছি৷ সেখানে পৌঁছে আমরা আমাদের স্বামীদের অপূর্ণ ইচ্ছে পূরণ করব৷ তাঁদের শ্রদ্ধা জানাব৷ তাঁরা এভারেস্টের চূড়ায় উঠতে পারেননি৷ আমরা তা করে দেখাব৷’’ জানা গিয়েছে,  দুর্ঘটনায় স্বামীর হঠাৎ মৃত্যুর পর দুই সন্তানের মা ফুরদিকি চরম অভাবের মধ্যে দিয়ে দিনযাপন করেন৷ কিন্তু, জীবনের কাছে কোনও ভাবেই আত্মসমর্পণ করেননি তিনি৷ ইচ্ছাশক্তিতে ভর করে এগিয়ে চলেছেন৷ ভালবাসা হয়তো সবই পারে। স্বামীদের অকালমৃত্যু মন থেকে মানতে পারেননি। তাই অসম্ভবকে সম্ভব করতে বেরিয়ে পড়লেন। এই দুই মহিলার প্রচেষ্টাকে কুর্নিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement