Advertisement
Advertisement
Shehbaz Sharif

প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই শাহবাজের মুখে সেই কাশ্মীর, আন্তর্জাতিক মঞ্চে সরব হওয়ার হুঁশিয়ারি

শাহবাজের বার্তা, কাশ্মীর সমস্যার সমাধান না হলে দু'দেশের সম্পর্কের উন্নতি হবে না।

Shehbaz Sharif urges PM Mofi to resolve Kashmir issue | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 11, 2022 8:32 pm
  • Updated:April 11, 2022 9:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েই শাহবাজ শরিফের মুখে সেই কাশ্মীর-জপ। বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)। বললেন, “কাশ্মীর সমস্যার সমাধান না হলে, দু’দেশের সম্পর্কের উন্নতি সম্ভব নয়।” একইসঙ্গে তাঁর হঁশিয়ারি, প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যুতে সরব হবে পাকিস্তান।

সোমবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেব শাহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif)। পা গলালেন ইমরানের ছেড়ে যাওয়া জুতোতে। কুরসিতে বসার আগেই একেবারে ইমরানের সুরেই বার্তা দিলেন শাহবাজ। পাক সংসদে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যু সমাধানের বার্তা দিয়ে রাখলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ইস্তফা ইমরান-সহ সব PTI সাংসদের, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ]

মসনদে বসতে এবং জনসমর্থন নিজের দিকে টানতে কাশ্মীর (Kashmir) ইস্যুকে ভাসিয়ে রাখাই প্রধান কাজ হয় পাকিস্তানের যে কোনও রাজনীতিবিদের। কাশ্মীর খুড়োর কল দেখিয়ে পাক জনতাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখে পাক সেনাও। সুতরাং ক্ষমতার অলিন্দে এসে সে দেশের প্রধানমন্ত্রী এই ইস্যুতে বার্তা দেবেন সেটাই তো স্বাভাবিক। এদিন শাহবাজ বলেন, “আমি মোদিকে মনে করিয়ে দিতে চাই যে দু’দেশেই গরিবি আছে। আবেদন জানাব, মোদি এগিয়ে আসুন এবং জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান করুন। তার পর কাঁধে কাঁধ মিলিয়ে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব।”

 

তাঁর আরও সংযোজন, “আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। কিন্তু এটা কাশ্মীর সমস্যা সমাধান ছাড়া সম্ভব নয়। তাই প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করব আমরা।” প্রসঙ্গত, ভারত-পাকিস্তানের (India-Pakistan Relationship) সম্পর্ক বরাবরই আদায় কাঁচকলায়। স্বাধীনতার ৭৫ বছরের মধ্যে তিন-তিনবার যুদ্ধে জড়িয়েছে দুই দেশ। তার মধ্যে কাশ্মীর নিয়েই বেঁধেছে পরপর দু’টি যুদ্ধ। 

[আরও পড়ুন: SSC নিয়োগ দুর্নীতি মামলা: কলকাতা হাই কোর্টে বিস্ফোরক রিপোর্ট তদন্তকারী কমিটির]

সম্প্রতি পাক সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া জানিয়েছিলেন, ভারত রাজি থাকলে কাশ্মীর নিয়ে ভাবনাচিন্তা করতে চায় পাকিস্তান। ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞ করণ থাপর যিনি ভারত-পাকিস্তান সম্পর্কের উপর নজর রেখেছেন, এ প্রসঙ্গে তিনি বলেন, “কাশ্মীরে সংঘর্ষবিরতি ঘোষণার জন্য পাক সেনা নয়া সরকারের উপর চাপ তৈরি করতে পারে।” এমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েই কাশ্মীর নিয়ে ভারতকে বার্তা দিয়ে রাখলেন শাহবাজ শরিফ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement