সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কে (New York) একটি মেট্রো স্টেশনের সাবওয়েতে শুট আউট (Shoot-out)। আচমকা বন্দুকবাজের হামলায় ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে দাবি। ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাটি নাশকতার কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ব্যস্ত সময়ে ঘটনাটি ঘটে নিউ ইয়র্কের ব্রুকলিনের (Brooklyn) একটি মেট্রো স্টেশনের সাবওয়েতে। আচমকা মুখোশ পরা এক বন্দুকবাজ এলেপাথাড়ি গুলি চালায়। তাতেই গুলিবিদ্ধ হন ১৩ জন। নিউ ইয়র্ক পুলিশ ব্রুকলিন মেট্রো স্টেশন চত্বরে ঘিরে ফেলে তদন্তে নেমেছে। টুইটারে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে গুলিবদ্ধ হয়ে প্লাটফর্ম পড়ে রয়েছেন আহতরা। প্লাটফর্মের মেঝে রক্তাক্ত। একটি ভিডিওতে প্লাটফর্মে ধোঁয়া দেখা গিয়েছে বলেও দাবি। ঘটনাটি জঙ্গি হামলা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একটি মার্কিন সংবাদ মাধ্যমের দাবি করেছে, বন্দুকবাজ নির্মাণ কর্মীর পোশাক পরেছিলেন। তার মুখে ছিল গ্যাস মাস্ক।
In regard to the multiple people shot at the 36th Street subway station in Brooklyn, there are NO active explosive devices at this time. Any witnesses are asked to call @NYPDTips at #800577TIPS. Please stay clear of the area. More provided information when available. pic.twitter.com/8UoiCAXemB
— NYPD NEWS (@NYPDnews) April 12, 2022
স্থানীয় একটি সংবাদ মাধ্যম আতঙ্ক বাড়িয়ে জানিয়েছে, অভিযুক্ত এখনও ওই অঞ্চলেই রয়েছে। ফের হামলার আশঙ্কা করা হচ্ছে। এদিকে বন্দুকবাজের হামলার পর মেট্রো চলাচল বন্ধ রেখেছে ব্রুকলিন প্রশাসন। তবে পুলিশ নিশ্চিত করেছে ব্রুকলিনের ওই মেট্রো স্টেশনের সাবওয়েতে তল্লাশি চালিয়ে নতুন করে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।
নিউ ইয়র্ক পুলিশ নাগরিকদের উদ্দেশে একটি টুইটে জানিয়েছে, “ব্রুকলিনে ৩৬ নং সাবওয়েতে একাধিক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সক্রিয় রয়েছে পুলিশ। সেখানে নতুন করে কোনও বিস্ফোরক মেলেনি। ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের বলা হচ্ছে, নির্দিষ্ট নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে তদন্তে সহয়োগিতা করুন। বিস্ফোরণস্থলে ভিড় বাড়াবেন না। এই ঘটনা সংক্রান্ত নতুন তথ্য পেলে তা দ্রুত জানানো হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.