Advertisement
Advertisement

Breaking News

Britain

ঝড় বার্টের প্রকোপে তছনছ ব্রিটেন! মৃত অন্তত ৫

ঝড়ের নানা মুহূর্ত ধরা পড়েছে ছড়িয়ে পড়া নানা ভিডিওয়।

Several dead as Storm Bert wreaks havoc across parts of Britain
Published by: Biswadip Dey
  • Posted:November 25, 2024 4:34 pm
  • Updated:November 25, 2024 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ঝড় বার্টের প্রকোপে ব্রিটেনে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। পাশাপাশি টানা বিদ্যুৎ বিভ্রাট, বহু ট্রেন ও উড়ান বাতিলে বিপর্যস্ত জনজীবন। ওয়েলসের নদীগুলির পাড় উপচে নিম্নাঞ্চল ভেসে গিয়েছে জলে। জলে ভাসতে দেখা যাচ্ছে গাড়ি। ঝড়ের ধাক্কায় সৃষ্টি বিপর্যয়ের নানা মুহূর্ত ধরা পড়েছে ছড়িয়ে পড়া নানা ভিডিওয়।

দক্ষিণ ইংল্যান্ডের উইনচেস্টারে গাড়ির উপরে গাছ ভেঙে মারা গিয়েছেন ৬০ বছর বয়সি এক বৃদ্ধ। নর্দাম্পটনশায়ারে দুর্ঘটনা প্রাণ কেড়েছে আরও একজন। পাশাপাশি পশ্চিম ইয়র্কশায়ারে ৩৪ বছরের এক ব্যক্তি মারা গিয়েছেন গাড়ির সংঘর্ষে। ব্রিটিশ সংবাদ সংস্থা জানাচ্ছে, আরও দুজনের মৃত্যুর ঘটনার কথা জানা গিয়েছে। তবে সব কটি দুর্ঘটনার সঙ্গে ঝড়ের সরাসরি যোগ আছে কিনা তা এখনও পরিষ্কার নয়।

Advertisement

এদিকে বৃষ্টির প্রকোপে লন্ডনের হিথরো বিমানবন্দরে প্রায় তিনশো উড়ান বাতিল হয়েছে আবহাওয়ার দুর্যোগের কারণে। গোটা ব্রিটেনে বাতিল হয়েছে প্রায় ১২০০ উড়ান। এছাড়া লন্ডন ও ওয়েলসের মধ্যে বহু ট্রেন বাতিল হয়েছে। এক্সেটার থেকে ওকেহাম্পচন ও বার্নস্টেপলের মধ্যবর্তী ট্রেন চলাচলও ব্যাহত।

ইউরোপের আবহাওয়া দপ্তরগুলি থেকে প্রাপ্ত ৫৩টি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ১৩০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি মধ্য, দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ড এভং উত্তর আয়ারল্যান্ড ও পশ্চিম স্কটল্যান্ডে ভারী বাতাস বওয়ার পূর্বাভাস ঘিরে নতুন করে আতঙ্ক তৈরি করছে। তবে মঙ্গলবার সকালের মধ্যে উত্তরপশ্চিম ইংল্যান্ডে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু বাকি ব্রিটেনে দুর্যোগ বুধবারের আগে কাটবে না বলেই জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement