Advertisement
Advertisement
Israel

ইজরায়েলে লেবাননের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত ৭, প্রত্যাঘাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর

গাজায় ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে ৯৫ জনের।

Seven killed in Israel in deadliest Hezbollah rocket strikes

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:November 1, 2024 4:55 pm
  • Updated:November 1, 2024 4:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত একমাসেরও বেশি সময় ধরে লেবাননের মাটিতে হেজবোল্লার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইজরায়েল। এবার লেবাননের মাটি থেকে এল প্রত্যুত্তর। জানা যাচ্ছে উত্তর ইজরায়েল লক্ষ্য করে পর পর রকেট হামলা চালাল লেবাবনন। হেজবোল্লার এই হামলায় মৃত্যু হয়েছে ৭ জনের। যার মধ্যে ৪ জন বিদেশি নাগরিক। এই হামলার পালটা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে তেল আভিভের তরফে।

ইজরায়েল সেনা সূত্রে জানা গিয়েছে, লেবানন সীমান্ত সংলগ্ন মেতুলা এলাকা প্রথম হামলা চালানো হয়। এর পর কিব্বুতজ আফেক এলাকায় চলে রকেট হামলা। প্রায় ২৫টি ক্ষেপণাস্ত্র হামলা চলে হেজবোল্লার তরফে। এই হামলায় সময় জলপাইয়ের বাগানে কাজ করছিলেন কিছু কৃষক। তাঁদের মধ্যে থাইল্যান্ডের ৪ কৃষক ও ইজরায়েলের একজন প্রাণ হারান। পরে আরও এক মহিলা ও তাঁর পুত্রের মৃত্যু হয় এই হামলায়। একদিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যখন তৎপর হয়েছে আমেরিকা। লেবানন ও গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন প্রস্তুতি শুরু হয়েছে ঠিক সেই সময় এই হামলা শান্তি প্রক্রিয়ার পথে অন্যতম বড় বাধা বলে মনে করা হচ্ছে।

Advertisement

অন্যদিকে, গাজার মাটিতে বিমান হামলা জারি রেখেছে ইজরায়েল। বৃহস্পতিবার উত্তর গাজার একাধিক জায়গায় ইজরায়েলের হামলায় ৯৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, মৃতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক। জানা যাচ্ছে, হাসপাতাল, রিফিউজি ক্যাম্প-সহ একাধিক জায়গায় এই হামলা চালানো হয়। সংবাদমাধ্যম সূত্রের খবর, মৃতদের অধিকাংশই শিশু ও মহিলা। এই হামলায় শুধুমাত্র হাসপাতালে মৃত্যু হয় ৪৭ জনের।

উল্লেখ্য, গত এক মাসের বেশি সময় ধরে লেবাননের মাটিতে ঢুকে আকাশপথে সামরিক অভিযান চালাচ্ছে ইজরায়েল। ইহুদি সেনার হামলায় ধ্বংস হয়েছে একের পর এক হেজবোল্লা ঘাঁটি। হামলার জেরে মৃত্যু হয়েছে হেজবোল্লা প্রধান হাসান নাসোরাল্লার। এদিকে নইম কাসেম হেজবোল্লার দায়িত্ব নেওয়ার পর হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েলকে। এর পরই ইজরায়েলে হামলা চালাল লেবানন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement