Advertisement
Advertisement
new infectious disease

নতুন ভাইরাসের জেরে চিনে মৃত ৭, ফের বিপর্যয়ের আশঙ্কায় কাঁপছে বেজিং

করোনার মতোই মারাত্মক হতে পারে এর প্রকোপ!

Seven dead, 60 infected by new infectious disease in China
Published by: Soumya Mukherjee
  • Posted:August 6, 2020 7:26 pm
  • Updated:August 6, 2020 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার তাণ্ডবের মধ্যেই নতুন এক ভাইরাসের সংক্রমণের জেরে ফের আতঙ্ক ছড়াল ড্রাগনের দেশে। ইতিমধ্যেই নতুন ওই ভাইরাসের ফলে প্রাণ হারিয়েছেন সাতজন। আক্রান্ত আরও ৬০ জন। এখনও পর্যন্ত চিনের আনহুই (Anhui) ও পূর্ব প্রান্তে অবস্থিত ঝেজিয়াং (Zhejiang) প্রদেশে ওই ভাইরাসের প্রকোপ দেখা গেলেও চিন্তায় পড়েছে বেজিং।

বুধবার চিনের স্থানীয় সংবাদমাধ্যমে এই ভাইরাসের ফলে এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু কথা প্রকাশ করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই আনহুই ও ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত অন্য কোন প্রদেশে এই ভাইরাসের কথা শোনা না গেলেও করোনার মতো এটিও সংক্রমিত (infectious) রোগ বলে সতর্ক করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: চিনের সঙ্গে স্নায়ুযুদ্ধের মাঝেই ৪০ বছর পর তাইওয়ানে উচ্চপদস্থ মার্কিন কর্তা]

ওই সংবাদমাধ্যমগুলি সূত্রে আরও খবর পাওয়া গিয়েছে, এসএফটিএস (SFTS) নামে ওই ভাইরাসটি এক ধরনের রক্তচোষা পোকার কামড়ের ফলে মানুষের শরীরে প্রবেশ করেছে। এই বছরের প্রথমে জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং শহরের এক মহিলার শরীরে এই ভাইরাসের হদিশ পান চিকিৎসকরা। প্রথমে করোনার মতোই জ্বর ও কাশির উপসর্গ দেখা গিয়েছিল আক্রান্ত ওই মহিলার শরীরে। পরে রক্তকণিকার সংখ্যাও হু হু করে কমতে দেখা যায়। প্রায় একমাস চিকিৎসা চলার পর সুস্থ হন ওই মহিলা। এরপর থেকে গত ৬ মাসে জিয়াংসু প্রদেশে ৩৭ জন ও আনহুই প্রদেশে ২৩ জন এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন।

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে খারিজ কাশ্মীর ইস্যুতে আলোচনার প্রস্তাব, মুখ পড়ল পাকিস্তানের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement