সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার তাণ্ডবের মধ্যেই নতুন এক ভাইরাসের সংক্রমণের জেরে ফের আতঙ্ক ছড়াল ড্রাগনের দেশে। ইতিমধ্যেই নতুন ওই ভাইরাসের ফলে প্রাণ হারিয়েছেন সাতজন। আক্রান্ত আরও ৬০ জন। এখনও পর্যন্ত চিনের আনহুই (Anhui) ও পূর্ব প্রান্তে অবস্থিত ঝেজিয়াং (Zhejiang) প্রদেশে ওই ভাইরাসের প্রকোপ দেখা গেলেও চিন্তায় পড়েছে বেজিং।
বুধবার চিনের স্থানীয় সংবাদমাধ্যমে এই ভাইরাসের ফলে এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু কথা প্রকাশ করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই আনহুই ও ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত অন্য কোন প্রদেশে এই ভাইরাসের কথা শোনা না গেলেও করোনার মতো এটিও সংক্রমিত (infectious) রোগ বলে সতর্ক করা হয়েছে।
ওই সংবাদমাধ্যমগুলি সূত্রে আরও খবর পাওয়া গিয়েছে, এসএফটিএস (SFTS) নামে ওই ভাইরাসটি এক ধরনের রক্তচোষা পোকার কামড়ের ফলে মানুষের শরীরে প্রবেশ করেছে। এই বছরের প্রথমে জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং শহরের এক মহিলার শরীরে এই ভাইরাসের হদিশ পান চিকিৎসকরা। প্রথমে করোনার মতোই জ্বর ও কাশির উপসর্গ দেখা গিয়েছিল আক্রান্ত ওই মহিলার শরীরে। পরে রক্তকণিকার সংখ্যাও হু হু করে কমতে দেখা যায়। প্রায় একমাস চিকিৎসা চলার পর সুস্থ হন ওই মহিলা। এরপর থেকে গত ৬ মাসে জিয়াংসু প্রদেশে ৩৭ জন ও আনহুই প্রদেশে ২৩ জন এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.