Advertisement
Advertisement
Russia

ইউক্রেন যুদ্ধে নিহত রুশ নৌসেনার শীর্ষ কমান্ডার, দাবি সেভেস্তাপোল মেয়রের

এপর্যন্ত যুদ্ধে পাঁচজন রুশ কমান্ডারের মৃত্যু হয়েছে বলে খবর।

Senior Russian navy commander killed in Ukraine | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:March 21, 2022 4:01 pm
  • Updated:March 21, 2022 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধে নিহত রুশ নৌসেনার এক শীর্ষ কমান্ডার। এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছেন সেভেস্তাপোল শহরের মেয়র। পূর্ব ইউক্রেনের (Ukraine) বন্দর শহর মারিওপোলে যুদ্ধ চলাকালীন ওই নৌসেনা কর্তার মৃত্যু হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: স্কটল্যান্ডের রাস্তায় পরমাণু অস্ত্রের কনভয়! এবার কি আণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো?]

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গতকাল অর্থাৎ রবিবার ইউক্রেনের বন্দর শহর মারিওপোলে যুদ্ধ চলাকালীন নিহত হয়েছেন আন্দ্রেই পালিয়ে। রুশ নৌসেনার ‘ব্ল্যাক সি ফ্লিট’-এর (কৃষ্ণসাগর নৌবহর) ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি মস্কো। তবে আন্দ্রেই পালিয়ের মৃত্যুর কথা প্রকাশ্যে জানিয়েছেন ক্রিমিয়া ব-দ্বীপের সেভেস্তাপোল শহরের মেয়র মিখাইল রেজভোজায়েভ। এই খবরের সত্যতা স্বীকার করেছেন সেভেস্তাপোল নাখিমোভ নৌসেনা প্রশিক্ষণ কেন্দ্রের অন্যতম কর্তা কনস্টানটিন তারেঙ্ক।

Advertisement

সোমবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২৬তম দিন। এপর্যন্ত দুই পক্ষই ক্ষতির সম্মুখীন হয়েছে। যেন টাইম মেশিনের কারসাজিতে ইউক্রেন ফিরে গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিনগুলিতে। প্রাক্তন সোভিয়েত দেশটির রাজধানী কিয়েভ, খারকভ, ওডেসা, মারিওপোল, চেরনিহিভের মতো শহরগুলি মৃত্যুপুরীর রূপ নিয়েছে। রক্তক্ষরণ হয়েছে পুতিন বাহিনীরও। ইউক্রেনের দাবি এখনও পর্যন্ত যুদ্ধে নিহত হয়েছে প্রায় ১৪ হাজার রুশ সেনা। শ’দুয়েক যুদ্ধবিমান, প্রচুর হেলিকপ্টার, হাজারেরও উপর ট্যাঙ্ক ও সাঁজোয়া গাড়ি হারিয়েছে মস্কো। এহেন পরিস্থিতিতে শীর্ষ কমান্ডারদের মৃত্যুতে খানিকটা হলেও চাপ বাড়ল রুশ ফৌজের উপর।

উল্লেখ্য, বিভিন্ন রিপোর্ট মোতাবেক এপর্যন্ত যুদ্ধে পাঁচজন শীর্ষই কমান্ডার হারিয়েছে রাশিয়া। গত শনিবার ইউক্রেনের হামলায় নিহত হন রুশ লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ। চলতি মাসেই নিহত হয়েছেন রাশিয়ান রাশিয়ার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ। খারকভের কাছে তুমুল লড়াই চলাকালীন মৃত্যু হয় ওই সেনানায়কের বলে দাবি। রাশিয়ার ’41st Army’-র প্রধান ছিলেন ভিতালি। তার আগে যুদ্ধে নিহত হন ইউক্রেনীয় সেনার এক স্নাইপারের গুলিতে নিহত হন রাশিয়ার মেজর জেনারেল আন্দ্রে সুখোভেৎস্কি। ইউক্রেনের মাটিতে নিহত রুশ কমান্ডারদের মধ্যে পদমর্যাদার নিরিখে ইনিই সবচেয়ে সিনিয়র। সূত্রের খবর, রাশিয়ার ‘সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট’-এর ’41st Combined Arms Army’-র ডেপুটি কমান্ডার ছিলেন সুখোভেৎস্কি।

[আরও পড়ুন: চিনে মাঝ আকাশে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, শতাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement