সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের পর এবার রাষ্ট্রসংঘে মাসুদ আজহারকে আন্তর্জাতিক স্তরে ‘জঙ্গি’ হিসাবে চিহ্নিত করার দাবি জানাল আমেরিকা৷ মঙ্গলবার, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সামনে এই আর্জি পেশ করে আমেরিকা৷ তবে ফের এই উদ্যোগে বাধ সাধল চিন৷ আমেরিকার এই প্রস্তাবের চরম বিরোধিতা করে জৈশ-ই-মহম্মদের ‘মাথা’ আজহারকে খোলাখুলি সমর্থন করল বেইজিং৷ আমেরিকার প্রস্তাবে ‘টেকনিক্যাল’ স্থগিতাদেশ চেয়ে আজহারের নাম রাষ্ট্রসংঘের জঙ্গি তালিকায় তোলার বিষয়টি আরও ছয় মাস পিছিয়ে দিল চিন৷
২৬/১১ মুম্বই হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ পাক জঙ্গি মাসুদ আজহারকে রাষ্ট্রসংঘের জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আগেও ভেটো প্রয়োগ করেছিল চিন৷ গত বছর ভারত যখন এই মর্মে রাষ্ট্রসংঘে আবেদন জানিয়েছিল, তখনও চিন ‘টেকনিক্যাল’ স্থগিতাদেশ চেয়ে ভেটো দিয়েছিল৷ প্রসঙ্গত, ১৫ সদস্যভুক্ত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মধ্যে চিনই একমাত্র দেশ, যারা আজহারকে ‘জঙ্গি’ হিসাবে চিহ্নিত করার বিরোধিতা করছে৷ রাষ্ট্রসংঘের জঙ্গি তালিকাভুক্ত হলে আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত ও তার চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ-সহ একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.