Advertisement
Advertisement
Islamabad

‘শেষ আহ্বান’ জেলবন্দি ইমরানের, ২ মাসের জন্য ইসলামাবাদে জারি কারফিউ

২৪ তারিখ পাকিস্তান জুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে পিটিআই।

Section 144 imposed in Islamabad

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:November 20, 2024 11:19 am
  • Updated:November 20, 2024 11:20 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি জেলবন্দি। রয়েছেন অন্ধকার কুঠুরিতে। এই অবস্থাতেই পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। ২৪ নভেম্বর ‘শক্তি প্রদর্শন’ করবে পিটিআই। আর এই পরিস্থিতিতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে পাক প্রশাসন। তবে এই কারফিউ জারি করা হয়েছে দুমাসের জন্য। পাক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

পিটিআই প্রতিষ্ঠাতা ও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান ডাক দিয়েছেন ‘শেষ আহ্বানে’র। ২৪ তারিখ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তাঁর দল। ঠিক কোন কোন বিষয়ে প্রতিবাদ দেখানো হবে? জানা যাচ্ছে, ইমরানের দলের নেতা-কর্মীদের অন্যায় ভাবে আটক-গ্রেপ্তারির পাশাপাশি গায়ের জোরে জনতার রায়কে বদলে দেওয়ার মতো অভিযোগ রয়েছে। পাশাপাশি উঠে এসেছে পাক সংবিধানের ২৬তম সংশোধনীর বিষয়টিও।

Advertisement

পিটিআইয়ের দাবি, এর ফলে দেশজুড়ে যে নৈরাজ্য তৈরি হবে, তার প্রতিবাদেই আগামী রবিবার পথে নামবে তারা। এই পরিস্থিতিতে ইসলামাবাদের জেলাশাসক উসমান আশরফের দপ্তরের তরফে জারি হয়েছে বিজ্ঞপ্তি। তাতে বলা হয়েছে, যেহেতু ওইদিনের সমাবেশ হবে বেআইনি, তাই আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কাতেই আপাতত পাক রাজধানীতে জারি থাকবে ১৪৪ ধারা।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট তোষাখানা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ইমরান। প্রথমে তাঁর ঠাঁই হয়েছিল পাঞ্জাব প্রদেশের অটোক জেলে। সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। একাধিকবার কারাগারে তাঁর প্রাণনাশের আশঙ্কা করেছেন ইমরানের পরিবার ও সমর্থকরা। এদিকে ইমরান অভিযোগ করেছিলেন, জেলে তাঁর সঙ্গে ‘জঙ্গি’দের মতো আচরণ করা হচ্ছে। সন্ত্রাসীদের যে সেলে রাখা হয় সেরকমই এক কুঠুরিতে রাখা হয়েছে তাঁকে। একই অভিযোগ করতে দেখা গিয়েছে তাঁর প্রাক্তন স্ত্রী জেমাইমাকেও। জেমাইমার আরও অভিযোগ, কেবল ইমরান নয়, তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও হেনস্তা করা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement