সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার দাপটে কাঁপছে আমেরিকা (America)। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এহেন সংকট কালে এবার করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন।
I tested positive this morning for COVID-19. I requested the test today after exhibiting symptoms while at home on leave. My symptoms are mild, and I am following my physician’s directions. 1/7
— Secretary of Defense Lloyd J. Austin III (@SecDef) January 3, 2022
সোমবার টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন লয়েড অস্টিন। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “আজ সকালে পরীক্ষার পর জানা গিয়েছে আমি করোনা পজিটিভ। ছুটিতে বাড়ি থাকার সময়ই আমার শরীরে হালকা উপসর্গ দেখা দেয়। তারপরই করোনা টেস্ট করাই। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছি।” ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে টুইটার হ্যান্ডেলে মার্কিন প্রতিরক্ষা সচিব লেখেন, “আমার চিকিৎসক জানিয়েছেন, যেহেতু আমি ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছি এবং অক্টোবর মাসে বুস্টার ডোজও নিয়েছি, তাই সংক্রমণ তেমন মারাত্মক হয়ে ওঠেনি।”
এদিকে, আমেরিকাত দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। মহামারীর প্রথম ঢেউ কিছুটা সামলে উঠলে আবার সেদেশে রক্তচক্ষু মেলে তাকাচ্ছে এই মারণ রোগ। তারউপর, ডেল্টা ও ওমিক্রন স্ট্রেনের অবির্ভাবে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। এপযন্ত সেদেশে প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষের শরীরে হানা দিয়েছে করোনা। মৃত্যু হয়েছে আট লক্ষেরও বেশি আক্রান্তের। সংক্রমণ উল্লেখযোগ্য বৃদ্ধির পরে স্বাস্থ্যসেবা পরিষেবাগুলিও বিপর্যস্ত। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ক্যাপিটাল কোভিড পরিষেবায় স্বাস্থ্যকর্মীদের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমান চাহিদার তুলনায় স্বাস্থ্যকর্মীদের সংখ্যা কম।’
As my doctor made clear to me, my fully vaccinated status — and the booster I received in early October — have rendered the infection much more mild than it would otherwise have been. And I am grateful for that. 6/7
— Secretary of Defense Lloyd J. Austin III (@SecDef) January 3, 2022
এহেন পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়িয়ে ব্রাউন ইউনিভার্সিটির স্কুল অব পাবলিক হেলথের ইমার্জেন্সি মেডিসিনের অধ্যাপক মেগান রানি বলেন, “ওমিক্রন সর্বত্র রয়েছে। পরিস্থিতি এমন যে, আগামী কয়েক মাসের মধ্যে আমাদের অর্থনীতি ভেঙে পড়তে পারে বলে মনে হচ্ছে। ফেডারেল সরকার বা রাজ্য সরকারের নীতিগুলির কারণে নয়, বরং অনেকের অসুস্থতার কারণেই অর্থনীতি ভেঙে পড়তে পারে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.