সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের নিচে যেন আস্ত শহর! গাজায় হামাসের হাতে পণবন্দি থাকার পর যাঁরা মুক্তি পেয়েছেন তাঁদের বিস্ফোরক দাবি, গোটা গাজা ভূখণ্ড জুড়েই সর্বোচ্চ ৮০ মিটার গভীরে যেন ছড়িয়ে রয়েছে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক, যার ব্যাপ্তি কয়েকশো কিলোমিটার। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
ঠিক কী জানা যাচ্ছে? বলা হচ্ছে, ওই সব সুড়ঙ্গের ভিতরে রয়েছে বাঙ্কার, স্টোরেজ থেকে শুরু করে নানা ধরনের ফাঁদও। এই পরিস্থিতিতে আমেরিকার আশঙ্কা, ইজরায়েলের বিশেষ বাহিনীকেও রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই অঞ্চলে হামাসের উপরে হামলা চালাতে গিয়ে। কেননা বহু অঞ্চলেই বিস্ফোরক পুঁতে রেখেছে হামাস (Hamas)।
গত বুধবার রাতে গাজায় (Gaza) ঢুকে পড়েছে ইজরায়েলের (Israel) বিশেষ সেনা। কিন্তু তাদের কাজ যে খুব সহজ হবে না তা ক্রমেই পরিষ্কার হচ্ছে। মুক্তিপ্রাপ্ত এক বন্দি জানাচ্ছেন, সুড়ঙ্গগুলি ছড়িয়ে রয়েছে অনেকটা মাকড়সার জালের মতো! তাই একবার সেখানে ঢুকে পড়লে বেরনো খুব কঠিন। বরং যখন তখন বেকায়দায় পা রাখলেই খোয়াতে হবে পৈতৃক প্রাণটিও। এই সুড়ঙ্গের ব্যাপ্তি ভিনদেশেও ছড়িতে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.