সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধে নিহত রাশিয়ার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ। এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছে ইউক্রেনের (Ukraine) প্রতিরক্ষামন্ত্রক। খারকভের কাছে তুমুল লড়াই চলাকালীন মৃত্যু হয় ওই সেনানায়কের বলে দাবি।
Jesus, Ukraine just killed Gen. Maj. Vitaly Gerassimov, chief of staff of the 41 Army. At Kharkiv.
Russia, if you’re listening: delete your army.— Christo Grozev (@christogrozev) March 7, 2022
ব্রিটিশ সংবাদপত্র ‘The Guardian’ সূত্রে খবর, খারকভের কাছে তুমুল লড়াই চলাকালীন মৃত্যু হয় রাশিয়ার মেজর জেনারেল ভিতালি গেরাসিমভের। সোমবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রকের গোয়েন্দা শাখা দাবি করেছে, খারকভের কাছে তুমুল লড়াইয়ে ভিতালি-সহ আরও বেশ কয়েকজন রুশ সেনা আধিকারিক নিহত হয়েছেন। সূত্রের খবর, রাশিয়ার ’41st Army’-র প্রধান ছিলেন ভিতালি। রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি ও রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে হওয়া ফোনালাপে আড়ি পেতে এই তথ্য জানতে পেরেছেন ইউক্রেনেব গোয়েন্দারা। রুশ মেজর জেনারেলের মৃত্যুর খবর সত্যি বলে দাবি করেছে তদন্তমূলক সাংবাদিক সংস্থা ‘Bellingcat’।
জানা গিয়েছে, সাহসিকতা ও সেনা সঞ্চালনার জন্য রুশ ফৌজে বেশ নামডাক রয়েছে মেজর জেনারেল ভিতালি গেরাসিমভের। দ্বিতীয় চেচেন যুদ্ধ থেকে শুরু করে ক্রিমিয়া দখল ও সিরিয়ায় রুশ সামরিক অভিযানে অংশ নেন তিনি। যুদ্ধক্ষেত্রে অসম সাহসের পরিচয় দেওয়ার জন্য একাধিক মেডেল ও সামরিক সম্মান পেয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, এহেন সেনানায়কের মৃত্যুর খবর সত্যি হলে তা রুশ ফৌজের মনোবলে আঘাত হানবে এবং ইউক্রেনীয় সেনাকে লড়াই চালিয়ে যেতে আরও উৎসাহ দেবে।
উল্লেখ্য, গত বুধবার ইউক্রেনীয় সেনার এক স্নাইপারের গুলিতে নিহত হন রাশিয়ার মেজর জেনারেল আন্দ্রে সুখোভেৎস্কি। ইউক্রেনের মাটিতে নিহত রুশ কমান্ডারদের মধ্যে পদমর্যাদার নিরিখে ইনিই সবচেয়ে সিনিয়র। সূত্রের খবর, রাশিয়ার ‘সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্ট’-এর ’41st Combined Arms Army’-র ডেপুটি কমান্ডার ছিলেন সুখোভেৎস্কি। তাঁর মৃত্যু রুশ ফৌজের মনোবলে বড়সড় ধাক্কা বলেই মনে করছেন সমর বিশেষজ্ঞরা। এদিকে, সেনাকর্তার মৃত্যুর খবর নিয়ে মুখ খোলেনি মস্কো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.