Advertisement
Advertisement

বয়সের ভারে তিরিশে প্রয়াত ‘স্কুটার’

কদিন আগেই সবচেয়ে বয়স্ক হিসেবে নাম উঠেছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায়৷ সুখ বেশিদিন সইল না কপালে৷বয়সের ভারই কাল হল৷

Scooter, briefly the world's oldest living cat, dead at 30
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2016 4:34 pm
  • Updated:May 15, 2016 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কদিন আগেই সবচেয়ে বয়স্ক হিসেবে নাম উঠেছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায়৷ সুখ বেশিদিন সইল না কপালে৷ বয়সের ভারই কাল হল৷ জীবনের তিরিশটি বসন্ত পেরিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল ‘স্কুটার’৷

স্কুটার৷ ধূসর দেহে নিকষ কালো দুই চোখে যেন মিশে থাকত একরাশ মায়া৷ চারটে পা মুড়ে নিবিড় সুখে শুয়ে থাকত নিজের প্রিয় গদিটায়৷ তিরিশতম জন্মদিন পালন করেছিল মার্চ মাসের ২৬ তারিখেই৷ সাড়ম্বরে পেয়েছিল বিশ্বের বয়স্কতম জীবন্ত বিড়ালের শিরোপা৷ দিয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ৷ কিন্তু সুখ কপালে বেশিদিন সইল না৷ পুরস্কার পাওয়া মাত্র ত্যাগ করল জাগতিক জগতের মায়া৷

Advertisement

ম্যান্সফিল্ডের পশু চিকিৎসক ডঃ ট্রিসিয়া ল্যাটিমার জানিয়েছেন, বিড়ালের ৩০ বছরের জীবন মানুষের ১৩৬ বছর বাঁচার সমান৷ তবে, জীবনকালে বয়স্কতম হওয়ার শিরোপা জুটলেও মৃত্যুর পরে আর সেই তকমা থাকছে না ‘স্কুটার’-এর৷ তা গচ্ছিত থাকছে তারই সমগোত্রীয় ‘টেক্সাস’-এর কাছে৷ ৩৮ বছর বেঁচে রেকর্ড গড়েছিল টেক্সাস৷ যা ভাঙা এখনও পর্যন্ত সম্ভব হয়নি কারও পক্ষে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement