Advertisement
Advertisement

Breaking News

Antarctica

অ্যান্টার্কটিকায় যৌন হেনস্তা! তুষারে ঢাকা গবেষক শিবির থেকে এল SOS

মারধর ও খুনের হুমকির মতো অভিযোগও রয়েছে অভিযুক্ত গবেষকের বিরুদ্ধে।

Scientists in Antarctica send SOS, report assault by colleague
Published by: Biswadip Dey
  • Posted:March 18, 2025 6:42 pm
  • Updated:March 18, 2025 6:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন নির্যাতনের অভিযোগ উঠল পাণ্ডববর্জিত অ্যান্টার্কটিকায়। এক দশ সদস্যের গবেষক দলের তরফে ইমেল পাঠানো হল তুষারাবৃত এক গবেষণাকেন্দ্র থেকে। অভিযোগ, ওই গবেষকদেরই একজন অন্য সহকর্মীদের যৌন হেনস্তা, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। প্রসঙ্গত, আগামী ডিসেম্বর পর্যন্ত বরফে ঢাকা ওই অঞ্চলেই থাকার কথা তাঁদের। এই পরিস্থিতিতে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হওয়ার ‘এসওএস’ পাঠিয়েছেন অভিযোগকারী গবেষক।

দক্ষিণ আফ্রিকার ওই গবেষকরা রয়েছেন সানায়ে ৪ রিসার্চ স্টেশনে। যেটি অ্যান্টার্কটিকার বরফে ঢাকা অঞ্চলে অবস্থিত। সারাক্ষণই সেখানে হয়ে চলেছে তুষার ঝড়। দক্ষিণ আফ্রিকার সংবাদপত্র ‘দ্য সানডে টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ওই গবেষণাকেন্দ্রে থাকা বিজ্ঞানীরা নিরাপত্তার অভাব অনুভব করছেন নিজেদেরই এক সহকর্মীর থেকে। মেলে নাকি লেখা হয়েছে, ‘আক্ষেপের ব্যাপার, ওঁর ব্যবহার অত্যন্ত আপত্তিকর স্তরে পৌঁছেছে। বিশেষ করে উনি একজনকে শারীরিক ভাবে হেনস্তা করেছেন। যা কর্মক্ষেত্রের পরিবেশের নিরিখে ব্যক্তিগত নিরাপত্তার চূড়ান্ত পরিপন্থী। পরে উনি একজনকে খুনের হুমকিও দিয়েছেন। তৈরি করেছেন ভয় ও হুমকির এক পরিবেশ। আমি নিজেও আমার নিরাপত্তা সম্পর্কে উদ্বিগ্ন। খালি মনে হচ্ছে আমিই পরবর্তী শিকার নই তো!’

Advertisement

দক্ষিণ আফ্রিকার পরিবেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ১ ফেব্রুয়ারি যখন ওই জাহাজ ছেড়েছিল তখন সবই ঠিকঠাক ছিল। ২৭ ফেব্রুয়ারি প্রথম মন্ত্রকের কাছে অভিযোগ জমা পড়ে।

এদিকে অ্যান্টার্কটিকার প্রতিকূল পরিবেশের কারণেই সেখানে উদ্ধারকাজ চালানো বরাবরই কঠিন। যদিও দক্ষিণ আফ্রিকার কাছে তুষারভেদী জাহাজ ও ওই পরিবেশে ওড়ার ক্ষমতাসম্পন্ন বিমান রয়েছে, তবুও তুষাঝড় ও হিমাঙ্কের বহু নিচে নেমে যাওয়া তাপমাত্রার কারণেই অপারেশন চালানো বেশ কঠিন। এদিকে, এই পরিস্থিতিতে এই ধরনের ঘটনার অভিযোগ আগেও উঠেছে। ২০১৮ সালে রাশিয়ার বেলিংশাউসেন স্টেশনে এক ব্যক্তি অন্য একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেওয়ায় অভিযুক্ত হন। তারও আগে, ২০১৭ সালে বিয়ের প্রস্তাব নাকচ করার ‘অপরাধে’ ম্যারিওন দ্বীপে সহকর্মীর ল্যাপটপে হামলা করার অভিযোগও উঠেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub