সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই তাকে ধরার চেষ্টা করছিলেন গবেষকরা৷ কিন্তু বারবার ফাঁকি দিচ্ছিল সে৷ বহু প্রতীক্ষার পর অবশেষে ধরা দিল সে৷ পুরুষ সাপের ফাঁদ পেতে ফ্লোরিডা থেকে ওই পাইথনটিকে পাকড়াও করেন আমেরিকার গবেষকরা৷ ওই সাপটি প্রায় ১৭ ফুট লম্বা৷ এমন বিশালাকার সরীসৃপ আগে কখনও ধরা পড়েনি৷ গবেষকদের দাবি, ওই পাইথনটি অনায়াসেই একটি পূর্ণবয়স্ক হরিণকে খেয়ে নেওয়ার ক্ষমতা রাখে৷
ফ্লোরিডায় এই সরীসৃপের খাদক নেই৷ তবে খাবার রয়েছে যথেষ্ট৷ সাপের পক্ষে খরগোশ, পাখি, ছোট প্রাণী তো বটেই৷ প্রাপ্তবয়স্ক হরিণের মতো বড় প্রাণীও অনায়াসে খেতে পারে এই পাইথন। তাই সেখানে দ্রুত বাড়ছে সাপের বংশ৷ প্রজননও দিব্যি চলছে৷ বর্তমানে দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন অঞ্চলে অন্তত ৩ লক্ষ পাইথনের বাস৷ এই সরীসৃপই অন্যান্য বন্যপ্রাণীর কাছে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ কারণ, তাদের বৃদ্ধিতে অন্যান্য প্রাণীরা অস্তিত্ব সংকটে ভুগছে৷
ফ্লোরিডা থেকেই স্ত্রী পাইথনটিকে ধরেন গবেষকরা৷ লম্বায় সাপটি প্রায় ১৭ ফুট। অন্তত একতলা বাড়ির সমান উঁচু। ওজন প্রায় ৬৪ কেজি৷ গবেষকরা জানিয়েছেন, ১৭ ফুটের ওই সাপের দেহে তাঁরা কমপক্ষে ৭৩টি ডিম পেয়েছেন। বিগ সাইপ্রেস ন্যাশনাল প্রিজার্ভের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে যে ফ্লোরিডার দক্ষিণাংশ থেকে এখনও পর্যন্ত যতগুলি পাইথন ধরা হয়েছে, এটিই তার মধ্যে সবচেয়ে বড়। গবেষকরা এই সাপটিকে খুঁজতে পুরুষ সাপেদের ব্যবহার করেছিলেন৷ সঙ্গমের জায়গা জানতে এবং প্রজনন ক্ষমতাসম্পন্ন স্ত্রী সাপদের খোঁজ পেতেই পুরুষ সাপগুলির গলায় রেডিও ট্রান্সমিটার পরিয়েছিলেন গবেষকরা৷ সেই ফাঁদেই ধরা পড়ল বিশালাকার ওই সাপটি৷ বিশালাকার সাপের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ যিনিই সাপটি দেখছেন, তিনিই ভয়ে শিউরে উঠছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.