Advertisement
Advertisement
সেতু

পা ফেলামাত্রই মড়মড়িয়ে ভাঙল কাচের সেতু! মন শক্ত করে ঘুরে আসুন চিনে

স্বচ্ছ কাচের ব্রিজটিই হুয়াজি ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার পার্কের অন্যতম আকর্ষণ৷

Scaring experience by walking on the glass bridge in China
Published by: Sucheta Sengupta
  • Posted:May 30, 2019 5:21 pm
  • Updated:May 30, 2019 5:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওয়ায় চলতে কেমন লাগে জানেন? কখনও অনুভব করেছেন? শুনে আশ্চর্য হচ্ছেন? ধরুন,দীর্ঘ একটি সেতুর উপর দিয়ে হাঁটছেন৷ নিচের দিকে তাকালেই স্পষ্ট গভীর নদী, জঙ্গল আর খাদ৷ একটু পা হড়কে গেলেই যেন সোজা গিয়ে পড়বেন সেখানে৷ বুকে এমন ধুকপুকানি নিয়েই টানা সেতুটা পার হতে হবে৷ এই অবস্থায় যে কারও হাড় হিম হয়ে যাওয়ার কথা৷ স্নায়ু বশে রাখা খুবই কঠিন৷ এই অবস্থাকেই আকাশে হাঁটার সঙ্গে তুলনা করা হচ্ছে৷

[ আরও পড়ুন: সরকার গঠনে ব্যর্থ নেতানিয়াহু, ফের নির্বাচন ইজরায়েলে]

কিন্তু পৃথিবীতে এমন সাহসী মানুষজনও আছেন, যাঁদের অভিধানে ‘ভয়’ শব্দটাই নেই৷ আর তাঁদের অবশ্য গন্তব্য চিনের জিয়াংশু প্রদেশের অ্যাডভেঞ্চার পার্ক৷ এখানেই রয়েছে সেই সেতু৷ যার উপর দিয়ে পার হতে গেলে, আপনার স্নায়ু টানটান থাকা দরকার৷ নাহলেই বিপদের উপর হাঁটছেন বলে মনে হবে৷ নিচের দিকে তাকিয়ে দেখতে পাবেন, গভীর খাদ, বইছে নদী৷ মাটি থেকে অন্তত ১০০ মিটার উপরে একটি সেতু৷ পুরোপুরি স্বচ্ছ৷ মনে হবে যেন, শূন্যে হাঁটছেন৷

Advertisement

কিন্তু ম্যাজিকটা কী? ম্যাজিকটা লুকিয়ে ব্রিজের গঠনের মধ্যে৷ ৫১৮ মিটার দীর্ঘ সেতুটি তৈরি স্বচ্ছ কাচ দিয়ে তৈরি৷ একসঙ্গে অন্তত ২৬০০ মানুষ হাঁটতে পারেন৷ সাড়ে তিন সেন্টিমিটার পুরু একেকটি কাচের প্লেট দিয়ে গোটা সেতুটা তৈরি৷ এর বিশেষত্ব এটাই যে কাচের প্রকৃতি এমনই যে এর উপর পা ফেললে মনে হবে যেন মটমট করে একেকটি কাচের টুকরো ভেঙে গেল৷ আর সেটাই ভয় জন্ম দেয় অনেকের মনে৷ কিন্তু বাস্তবে তা হয় না৷ এটা শুধুই দৃষ্টিভ্রম৷ কাচ কাচের মতোই থাকে, কোথাও কিছু ভাঙে না৷ এমনকী ২৫০০ লোক একসঙ্গে হাঁটলেও কোনও বিপদ নেই৷

glass-bridge

এই মাস থেকে হুয়াজি ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার পার্কে খুলে গিয়েছে এই সেতুটি৷ আর তারপর থেকেই ভিড় বাড়ছে কাচের সেতুর উপর দিয়ে হাঁটার জন্য৷ কিন্তু কর্তৃপক্ষের তরফে একটাই সতর্কবার্তা, হৃদয় দুর্বল হলে মোটেই কাচের সেতুতে ওঠা চলবে না৷ তারপর হৃদরোগে আক্রান্ত হলে, কোনও দায় নেবে না কর্তৃপক্ষ৷ তাই মন শক্ত করে উঠে পড়ুন হুয়াজি অ্যাডভেঞ্চার পার্কের স্বচ্ছ কাচের সেতুতে৷ 

[ আরও পড়ুন: ইসলামের ‘অবমাননা’, পাকিস্তানে জ্বলল হিন্দুদের ঘর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement