Advertisement
Advertisement

Breaking News

আধুনিক মহাভারতের রাজপুত্র জুয়ায় খোয়ালেন পাঁচ বউকে

মাত্র ৬ ঘণ্টায় খুইয়ে বসেন প্রায় ২ হাজার ৩১৭ কোটি টাকা।

Saudi Prince gambles off 5 wives, $ 350 million
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2017 9:38 am
  • Updated:May 31, 2017 9:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুয়ার টেবিলের সামনে বসলে তাঁর হুঁশ থাকে না৷ মাদকের নেশা না করলে ঘুম আসে না৷ ইচ্ছা হলেই পরিচারক ও পরিচারিকাদের সঙ্গেও তিনি সঙ্গম করেন৷ যৌনদাসীর সংখ্যাও অঢেল৷ এহেন রাজপুত্তুরটির নাম মাজেদ বিন আবদুল্লাহ বিন আবদুলাজিজ আল সৌদ৷ তাঁর বউয়ের সংখ্যা ৯৷ যার মধ্যে জুয়ায় বাজি ধরে হারালেন পাঁচজনকে! বলতে গেলে একেবারে আধুনিক মহাভারত। প্রেক্ষাপট শুধু মিশর৷ মহর্ষি ব্যাসদেবের ‘মহাভারত’-এ কৌরবদের সঙ্গে পাশা খেলতে গিয়ে পঞ্চপাণ্ডব যেভাবে নিঃস্ব হয়ে শেষ মুহূর্তে তাঁদের স্ত্রী দ্রৌপদীকে বাজি ধরেছিলেন এই রাজপুত্রের কাহিনিও ঠিক সেই রকমই৷

[শিশুদের গায়ে হাত তুলে বিপাকে মধ্যপ্রদেশের খাদ্যমন্ত্রী, ভাইরাল ভিডিও]

কীভাবে? সৌদি আরবের এই কুখ্যাত রাজপুত্র সিনাই প্রদেশের গ্র্যান্ড ক্যাসিনোয় ছ’ঘণ্টা ধরে জুয়া খেলছিলেন৷ মাদকের নেশায় হুঁশ খুইয়ে তাঁর ধন-সম্পত্তির সমস্তটা বাজি রেখেছিলেন৷ কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না৷ নিমেষে উড়ে যায় তাঁর বাজি ধরা ১.৩৫০ বিলিয়ন রিয়াল৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৩১৬ কোটি ১০ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা৷ এরপরও তিনি জুয়ায় অর্থ বিনিয়োগ করতে চান৷ কিন্তু কানাকড়ি কিছুই না থাকায় শেষপর্যন্ত নিজের ৯ স্ত্রীয়ের বাজি রেখে খেলা শুরু করেন৷ এক-এক করে পাঁচ স্ত্রীকেও খোয়ান মাজেদ৷ বিলাসবহুল জীবনযাপন ও নানা কেলেঙ্কারির জন্য বিশ্বখ্যাত মাজেদ৷ ওই ক্যাসিনোর মালিক আলি শামুন জানিয়েছেন, “ পাঁচ স্ত্রীকে বিক্রি করে ২৫ মিলিয়ন ডলার (প্রায় ১৬১ কোটি টাকা) পেয়েছিলেন মাজেদ৷ তারপর পাঁচ স্ত্রীকে এক ব্যক্তির দিকে ঠেলে দিয়ে ফের জুয়া খেলায় মনোনিবেশ করেন৷ এর আগে অনেকে নিজের ঘোড়া, উট, বাড়ি বাজি ধরে জুয়া খেলেছেন৷ পরে আবার অর্থ দিয়ে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন৷ কিন্তু এই প্রথম কেউ বউদের বিক্রি করল এবং পরে তাঁদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করলেন না৷”

Advertisement

[রমজান, তাই ক্যান্টিনে খাবার পাচ্ছেন না আলিগড়ের হিন্দু ছাত্ররা]

মিশর থেকে সৌদি আরবে ওই পাঁচ যুবরানিকে কীভাবে ফেরত পাঠাবেন সেই চিন্তাই এখন কুড়েকুড়ে খাচ্ছে শামুনকে৷ তবে আর কয়েক সপ্তাহের মধ্যে সৌদি রাজ পরিবারের কেউ ফের ওই পাঁচ বউকে কিনে দেশে ফিরিয়ে নিয়ে যাবেন বলেও ক্যাসিনোর কয়েকজন কর্মী অনুমান করছেন৷ তা না হলে কয়েক মাসের মধ্যে ওই মহিলাদের ইয়েমেন, কাতারে নিলাম ডেকে বিক্রি করে দেওয়া হবে৷ যদিও সৌদির বিদেশমন্ত্রক জানিয়েছে, এমন ঘটনায় দ্রুত দেনা মিটিয়ে মহিলাদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হবে৷ তবে যাঁর জন্য এত অশান্তি তিনি কী করছেন? গোপন সূত্রে খবর, মিশর থেকে তিনি এখন পালিয়েছেন৷ পশ্চিম এশিয়ার কোনও একটি দেশে আশ্রয় নিয়েছেন৷ তাঁর সঙ্গে আছে প্রচুর যৌনসঙ্গী৷ তাঁদের সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছেন তিনি৷

[কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub