সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে প্রায়ই দেখা যায় রোগীর পরিবারের সঙ্গে হাসপাতালের চিকিৎসকদের হাতাহাতি৷ বেশিরভাগ সময়ই অভিযোগ ওঠে চিকিৎসা বিভ্রাটের৷ কিন্তু পশ্চিমবঙ্গের সুদূর সৌদি আরবের মুহাননদ আল জবন বাঙালি চিকিৎসকদের থেকে কিছুটা ব্যতিক্রম৷ তিনি বোধহয় ভাবতেই পারেননি সঠিক চিকিৎসা করার পরও প্রশংসার জায়গায় জুটল বন্দুকের গুলি৷
আল জবন মুহাননদ সৌদি আরবের রিয়াধে কর্মরত৷ কিং ফায়াদ হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত মুহাননদ৷ আপাতত হাসপাতালে নিজেই চিকিৎসাধীন চিকিৎসক মুহাননদ৷ প্রসবে সাহায্য করার ‘অপরাধে’ চিকিৎসক মুহাননদকে গুলি করে রোগিনীর স্বামী৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুহাননদকে অভিনন্দন জানাতে অভিযুক্ত ব্যক্তি ঢুকে পড়ে চিকিৎসকের চেম্বারে৷ হঠাৎই চিৎকার করতে থাকে অভিযুক্ত ব্যক্তি৷ তারপরই জামার আড়ালে লুকিয়ে রাখা বন্দুক বের করে গুলি চালিয়ে দেয় রোগিনীর স্বামী৷ নিজের টেবলেই লুটিয়ে পড়েন মুহাননদ৷ ভাগ্যক্রমে অবশ্য তাঁকে বাচানো সম্ভব হয়েছে৷ তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে কিং ফায়াদ হাসপাতাল কর্তৃপক্ষ৷ পুলিশ তদন্ত শুরু করেছে, গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.