সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুক্তি করেই বিয়ে করতে গিয়েছিলেন দু’জনে৷ কিন্তু সোশ্যাল মিডিয়ার নেশায় বিয়ের দুই ঘণ্টার মধ্যেই চুক্তিভঙ্গ করলেন নববধূ৷ রেগে গিয়ে তৎক্ষনাৎ বিচ্ছেদের ফরমান শুনিয়ে দিলেন সদ্য হওয়া স্বামী৷
সৌদি আরবের এক সংবাদপত্রের সৌজন্যে প্রকাশ্যে আসে এই ঘটনা৷ যাতে বিবৃতি দিয়েছেন নববধূর ভাই৷ তাঁর বয়ান অনুযায়ী, অগ্রিম চুক্তি করেই বিয়ে হয়েছিল তাঁর দিদির৷ চুক্তির অন্যতম শর্ত ছিল, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিয়ের কোনও ছবি আপলোড করা যাবে না৷
কিন্তু, আবেগের বশে সেই কাজটিই করে বসে তাঁর বোন৷ বিয়ের কিছু ছবি স্ন্যাপচ্যাটে আপলোড করে দেন আবেগের বশে৷ এই অপরাধেই তাঁর বিচ্ছেদ হয়েছে৷ পুরো পরিবারের কাছেই বিষয়টি শোকের বলে জানিয়েছেন সদ্য বিবাহ বিচ্ছিন্নার ভাই৷ তবে, সবচেয়ে বেশি এতে ভেঙে পড়েছে তাঁর বোনই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.