সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যও কি এবার শামিল হবে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায়? তেমনই আশঙ্কা ফুটে উঠল সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের কথায়। জানিয়ে দিলেন, সৌদি আরব (Saudi Arabia) পারমাণবিক শক্তিধর দেশ হতে পারে। তবে যদি ‘চিরশত্রু’ ইরান (Iran) পারমাণবিক অস্ত্রে বলীয়ান হয় একমাত্র তবেই। এমনটাই জানালেন তিনি। তবে সেই সঙ্গে তাঁর দাবি, ইজরায়েলের সঙ্গে তাঁদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার খুব ‘কাছাকাছি’ পৌঁছে গিয়েছে।
এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলতে দেখা গিয়েছে তাঁকে।
প্রসঙ্গত. সারা বিশ্বের পরমাণু শক্তিধর দেশের তালিকায় এখনও পর্যন্ত ইরানের নাম নেই। মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে একমাত্র ইজরায়েলের নাম ভেসে উঠলেও সেদেশের তরফে সরকারি ভাবে কিন্তু জানানো হয়নি তেমন কিছু। কিন্তু সৌদি যুবরাজের কথায় এবার অন্য আশঙ্কা মাথাচাড়া দিল।
ইতিমধ্যেই শোনা গিয়েছে, চিনের মদতে নাকি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে সৌদি আরব। আসলে সৌদির ক্ষেপণাস্ত্র প্রকল্পে সরাসরি মদত দিচ্ছে বেজিং। এমনটাই দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। এই পরিস্থিতিতে এবার এমন কথা বললেন সলমন। তাঁর দাবি, ”ওরা (ইরান) একটা পেলে আমাদেরও একটা চাই।”
সাক্ষাৎকারে প্যালেস্তাইন ইস্যুও উঠে এসেছে। সলমন পরিষ্কার জানিয়েছেন, ”ওই ইস্যুটিও খুব গুরুত্বপূর্ণ। আমাদের এর সমাধান করতেই হবে।” প্রসঙ্গত, পাঁচটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে গিয়েছে ইজরায়েলের। এবার যদি সৌদিও তাদের স্বীকৃতি দেয় তাহলে নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে তা একটা বড় বিষয় হতে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.